খেলাক্রিকেট

IND vs ENG: সিরিজ জিততে প্লেয়িং ১১-এ বড় পরিবর্তন করবেন রোহিত, বাদ পড়তে চলেছেন এই ২ ক্রিকেটার

ওপেনিং জুটিতে কার্যত রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের স্থান পাকা বলে মনে হচ্ছে।

Advertisement

আগামীকাল এক দিনের সিরিজের নির্ণায়ক ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানের ব্যবধানে লজ্জা জনক পর্যায় ঘটে রোহিত শর্মাদের। যে কারণে, সহজ সিরিজ জয় ভারতের সামনে এখন পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচে ১০ উইকেটে ভারতের জয় প্রায় নিশ্চিত করেছিল টি-টোয়েন্টি সিরিজের পর ওডিআই সিরিজ ঘরে তুলবে ভারত। তবে সেই স্বপ্ন এখন ভারতের কাছে কার্যত দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সিরিজ জিততে আগামীকাল ভারতীয় একাদশে একাধিক পরিবর্তন করতে পারেন রোহিত শর্মা। দেখে নিন কেমন হতে পারে ভারতের প্লেয়িং ১১-

ওপেনিং জুটি: ওপেনিং জুটিতে কার্যত রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের স্থান পাকা বলে মনে হচ্ছে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে বর্তমানে রানের খোঁজে মরিয়া হয়ে রয়েছেন শিখর। সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ইনিংসের সুবাদে সুযোগ পেতে পারেন ভারতের প্রথম একাদশে।

মিডিল অর্ডার: আগামীকাল ভারতের মিডিল অর্ডারে একটি বড় পরিবর্তন আনতে পারেন রোহিত শর্মা। বিরাট কোহলি, সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বাঁধতে দেখা যেতে পারে বাঁ-হাতি উইকেট রক্ষক ব্যাটসম্যান ঈশান কিশানকে। টি-টোয়েন্টি সিরিজের পর ওডিআই সিরিজেও ব্যাট হতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ঋষভ পন্থ। তাই তৃতীয় ম্যাচে তাকে পরিবর্তন করতে পারেন রোহিত শর্মা।

অলরাউন্ডার: এই মুহূর্তে ভারতের হাতে পৃথিবীর সেরা দুই অলরাউন্ডার রয়েছে। তাছাড়া দুজনেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। মনে করা হচ্ছে ভারতের একাদশে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার স্থান পাকা।

স্পিনার: এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের চতুর স্পিনার যুজবেন্দ্র চাহাল। বিগত ম্যাচে বল হাতে একাই ৪ উইকেট দখল করেছিলেন তিনি। একরকম ভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতীয় একাদশে নিজের জায়গা ধরে রাখবেন তিনি।

পেসার: ইংল্যান্ডের মাটিতে পেসারদের জন্য আলাদা সুযোগ করে দিয়েছেন পিস নির্মাতারা। তাইতো প্রতিটা ম্যাচে সর্বাধিক জোরে বোলার নিয়ে মাঠে নামছে দুই দল। আগামীকালও তার বিকল্প ঘটবে না। তবে সে ক্ষেত্রে ভারতীয় একাদশে একটি পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। জসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ শামির সাথে জুটি বাধতে পারেন আরশদীপ সিং।

তৃতীয় একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ/ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, মহম্মদ শামি এবং যুজবেন্দ্র চাহাল।

Related Articles

Back to top button