টলিউডবিনোদন

টানা ৪০ মিনিট ধরে চলেছে অনুরোধ পর্ব, কান্নাকাটির পরেও বিমানে উঠতে দেওয়া হল না ঋতুপর্ণা সেনগুপ্তকে

Advertisement
Advertisement

এয়ারপোর্টে গিয়ে নাজেহাল টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ৪০ মিনিট ধরে অনুরোধ করা হলেও অভিনেত্রীকে বিমানে উঠতে দেওয়া হল না। বিমান থেকে ৫০ পা দূরে থেকেও নিজের গন্তব্যে পৌঁছাতে পারলেন না অভিনেত্রী। কাজে ব্যাঘাত ঘটলো ঋতুপর্ণার।

Advertisement
Advertisement

এদিন আমেদাবাদে দিন-রাতের শুট করতে যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। আমেদাবাদে যাওয়ার জন্য যাত্রীদের এয়ারপোর্টে ১৯ নং গেটে বোর্ডিংয়ের সময় ছিল ভোর ৪.৫৫। কিন্তু এদিন অভিনেত্রী সেখানে গিয়ে পৌঁছেছিলেন ৫.১০-৫.১২ মিনিটের মধ্যে। আর তখনই অভিনেত্রীকে জানানো হয়েছিল, বোর্ডিং গেট অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গিয়েছে। তিনি অনুপস্থিত থাকায় তার নামও সঠিক সময়ে ঘোষণা করা হয়েছে কতৃপক্ষের তরফ থেকে, এমনটাই জানানো হয়েছিল তাকে। অভিনেত্রীর দিক দিয়ে হাজারো অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ তার কথা শুনতে নারাজ ছিল। টানা ৪০ মিনিট ধরে চলেছে এই ঘটনা।

Advertisement

এই ঘটনা চলাকালীন অভিনেত্রী জানান, তিনি সঠিক সময়ে আমেদাবাদে পৌঁছাতে না পারলে শুটিং বন্ধ হয়ে যাবে। সমস্যায় পড়বেন প্রযোজক। তবে তার কোন কথাই শুনতে রাজি ছিলেন না কর্তৃপক্ষের লোকজন। এই ঘটনা চলাকালীন অভিনেত্রীর সাথে কথা কাটাকাটিও হয় কর্তৃপক্ষের। এমনকি ঐ পরিস্থিতিতে কেঁদেও ফেলেন তিনি। তবে তাতেও মন গলেনি বিমানবন্দরের কর্তৃপক্ষের।

Advertisement
Advertisement

অভিনেত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, তাদের মধ্যে কথা কাটাকাটি চলাকালীন বিমান তখনও দাড়িয়ে ছিল। এমনকি তখনও বিমানের গা থেকে সিঁড়ি সরিয়ে নেওয়া হয়নি। অভিনেত্রীর কথায়, বোর্ডিং পাস ও সিট নম্বর থাকা সত্বেও তিনি বিমানে উঠতে পারেননি এদিন। পৌঁছাতে পারেননি নিজের গন্তব্যে। ব্যাহত হয়েছে তার কাজ। অভিনেত্রী জানান কয়েকদিন আগেই এই বিমান সংস্থার তরফ থেকে তাকে সম্মানসূচক পাসপোর্ট দেওয়া হয়েছিল। এই সংস্থার বিমানে তিনি বেশ কয়েকবার যাতায়াত করেছেন। তবে এমন ঘটনা তার সাথে এই প্রথমবার ঘটলো। এই ঘটনায় রীতিমতো বিরক্ত অভিনেত্রী।

Advertisement

Related Articles

Back to top button