আরও দামি হল জিও, ৪০ শতাংশ চার্জ বাড়াল

Advertisement

Advertisement

সাম্প্রতিক বেশ কিছু সময় ধরে মুকেশ আম্বানি নিজ গ্রাহকদের নিরাশ করে যাচ্ছেন। বিগত তিন বছর ধরে যে সুবিধা দিচ্ছিল জিও তারও সমাপ্তির সময় চলে আসছে। এবার থেকে ভোডাফোন-এয়ারটেলের মতো ট্যারিফের প্রতিযোগিতায় নামতে চলেছে জিও।

Advertisement

এবার জিও বাড়াতে চলেছে কল এবং ইন্টারনেট চার্জ। ৬ই ডিসেম্বর থেকে গ্রাহকদের খরচ করতে হবে অতিরিক্ত ৪০%। তবে জিও জানিয়েছে, খরচ বাড়ার সাথে সাথে গ্রাহকদের অনেক সুবিধা দেওয়া হবে। বেশিদামে গ্রাহকরা প্রায় ৩০০ শতাংশ লাভ বেশি পাবে।

Advertisement

কিছুদিন আগে এয়ারটেল এবং ভোডাফোন জানিয়েছিল তারা ডিসেম্বর থেকেই ট্যারিফের মূল্যবৃদ্ধি করতে চলেছে। প্রায় ৪২ শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে গ্রাহকদের। যেখানে জিও ৪০ শতাংশ চার্জ বৃদ্ধি করতে চলেছে।

Advertisement

২০১৬ সালে টেলিকল ব্যবস্থা পা রাখার পর গ্রাহকদের নানারকম সুবিধা দেওয়ার মাধ্যমে ভারতীয় বাজারে নিজ আধিপত্য প্রতিষ্ঠা করেছে মুকেশ আম্বানির সংস্থা জিও। যেখানে তারা স্বল্পমূল্যে আনলিমিটেড কল এবং ফ্রি ডাটা দিচ্ছিল। যদিও এখন অন্য নেটওয়ার্কে কল করলে ১ মিনিটে ৬ পয়শা চার্জ নেয় জিও। কিন্তু এবার আনলিমিটেড কল ও ডাটার ক্ষেত্রেও চার্জ বাড়াবে জিও

Recent Posts