টেক বার্তা

Reliance Jio: এবার বন্ধ হতে চলেছে ফ্রী-তে 5G পরিষেবা, বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি

বর্তমানে জিওর গ্রাহকরা 239 টাকার 4G রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 5G ইন্টারনেট সার্ভিস গ্রহণ করতে পারেন।

Advertisement
Advertisement

আর নয় সম্পূর্ণ ফ্রী-তে পরিষেবা, খুব শীঘ্রই 5G সার্ভিসের জন্য নতুন প্ল্যান ঘোষণা করতে চলেছে রিলায়েন্স জিও। আজ্ঞে হ্যাঁ, ধারণা করা হচ্ছে চলতি বছরের শেষ লগ্নে নতুন 5G রিচার্জ প্ল্যান ঘোষণা করবে ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি রিলায়েন্স জিও। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, 1লা সেপ্টেম্বর 2022 সালে প্রথমবারের জন্য 5G পরিষেবা চালু করেছিল সংস্থাটি। তখন থেকে 4G প্রিপেড রিচার্জ প্ল্যানে 5G সার্ভিস গ্রহণ করার সুবিধা পাচ্ছেন দেশের কোটি কোটি মানুষ। তবে এবার সেই পরিকল্পনায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে সংস্থাটির কর্ণধর মুকেশ আম্বানি।

Advertisement
Advertisement

আজ্ঞে হ্যাঁ, গত 28শে আগস্ট Reliance কোম্পানি (RIL)-এর 46তম অ্যানুয়াল জেনারেল মিটিং (AGM) বা বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আসন্ন দিনে 5G সার্ভিস নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করেছেন রিলায়েন্স জিও। সংস্থাটির কর্ণধর মুকেশ আম্বানি বলেন, “দেশের প্রায় সমস্ত বড় বড় শহরগুলোকে 5G নেটওয়ার্ক সার্ভিসের আওতায় আনার কাজ প্রায় 96 শতাংশ সম্পন্ন হয়েছে। চলতি বছরের মধ্যে শহর গুলিকে সম্পূর্ণরূপে 5G নেটওয়ার্ক সার্ভিসের আওতায় আনার জন্য দিন রাত কাজ করছেন কর্মকর্তারা। এই কাজটি সম্পন্ন হলেই সারাদেশে 5G নেটওয়ার্ক সার্ভিসের জন্য আলাদা রিচার্জ প্ল্যান ঘোষণা করা হবে।”

Advertisement

আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে জিওর গ্রাহকরা 239 টাকার 4G রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 5G ইন্টারনেট সার্ভিস গ্রহণ করতে পারেন। তবে মুকেশ আম্বানির এমন ঘোষণার পর স্বাভাবিকভাবে বিভিন্ন মাধ্যমে প্রশ্ন উঠেছে, আর কতদিন আনলিমিটেড 5G ইন্টারনেট সার্ভিস গ্রহণ করতে পারবেন গ্রাহকরা? আমরা আপনাদের বলি, বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুসারে চলতি বছরের ডিসেম্বরে 5G সার্ভিসের জন্য সারাদেশে নতুন রিচার্জ প্ল্যান ঘোষণা করতে পারে রিলায়েন্স জিও। সেই দৃষ্টিকোণ থেকে আর মাত্র মাস তিনেক সময় বিনামূল্যে 5G সার্ভিস গ্রহণের সুবিধা পাবেন গ্রাহকরা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button