ক্রিকেটখেলা

নায়ক হয়ে উঠতে পারল না পন্থ, ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১ রানে হারল দিল্লি

Advertisement
Advertisement

১ রানের ব্যবধানে আরসিবির কাছে হারলো দিল্লি। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ব্যাঙ্গালোর। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে ব্যাঙ্গালোর। ২০ ওভার শেষে দিল্লি ১৭০ রান করে। শেষ ১ বলে বাকি থাকে ৬ রান। পন্থ একটি ৪ মেরে ম্যাচ শেষ করেন, ১ রানের ব্যবধানে ম্যাচটি জিতে যায় আরসিবি।

Advertisement
Advertisement

ওপেনিংয়ে নেমে আজ বড় রান তুলতে ব্যর্থ হন দেবদত্ত পাদিকাল ও বিরাট কোহলি। ১১ বলে ১২ রান করে আবেশ খানের বলে ক্লিন বোল্ড হন বিরাট। অন্যদিকে দেবদত্ত পাদিকাল ১৪ বলে ১৭ রান করে ইশান্ত শর্মার দ্বারা বোল্ড হন। ২৫ রান সংগ্রহ করেন গ্লেন ম্যাক্সওয়েল। অমিত মিশ্রর বলে ক্যাচ আউট হন তিনি। ২২ বলে ৩১ রান তোলেন রজত পাতিদার। আগের ম্যাচে ব্যর্থ হয়েছিলেন এবি। আজকের ম্যাচে সুদে-আসলে রান তুলে নেন তিনি। ৪২ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ওয়াশিংটন সুন্দর ৬,ড্যানিয়েল স্যামস ৩(অপরাজিত) রান সংগ্রহ করেন। দিল্লির হয়ে ইশান্ত, অমিত, আবেশ, রাবাডা, অক্ষর ১টি করে উইকেট নেন।

Advertisement

আরসিবির সাথে মাথায় মাথায় টক্কর দেয় দিল্লি। পৃথ্বী শ ১৮ বলে ২১ করে হর্ষল প্যাটেল বলে ক্যাচ আউট হন। শিখর ধাওয়ান ৬ ও স্টিভ স্মিথ ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মার্কাস স্টোইনিস ২২ রানে ক্যাচ আউট হন। পন্থ ৪৮ বলে ৫৮ রানের নজরকারা ইনিংস খেলেন। তাঁর পাশাপাশি শিমরন হেটমায়ার ২৫ বলে দুরন্ত ৫৩ রানের নক খেলেন। দলকে অনেকটা এগিয়ে নিয়ে যান শিমরন। তবে শেষ রক্ষা হয়নি। শেষ ১ বলে বাকি থাকে ৬ রান। পন্থ একটি ৪ মেরে ম্যাচ শেষ করেন, ১ রানের ব্যবধানে ম্যাচটি জিতে যায় আরসিবি। ব্যাঙ্গালোরের হয়ে ২টি উইকেট নেন হর্ষল প্যাটেল। কাইল জেমিসন ও মহম্মদ সিরাজ পান ১টি করে উইকেট।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button