দেশনিউজ

শর্ত ভঙ্গ করলো বন্ধন ব্যাংক, এক কোটি টাকার আর্থিক জরিমানা

Advertisement
Advertisement

বন্ধন ব্যাঙ্ক হল ভারতের এক বেসরকারি ব্যাংক। ২০০১ সাল থেকে এটি ক্ষুদ্র ঋণের সংস্থা হিসেবে চালু হয়েছিল যার সদর দপ্তর পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত। ২০১৪ সালে সংস্থাটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কিং অনুমোদন পায় এবং ২০১৫ সালে সংস্থাটি বেসরকারি ব্যাংক হিসাবে চলা শুরু করে।গতকাল বন্ধন ব্যাংকের উপর ১ কোটি টাকা জরিমানা করে রিজার্ভ ব্যাঙ্ক।

Advertisement
Advertisement

২০১৫ সালে এপ্রিল মাসে বন্ধন ব্যাংক রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে বেসরকারি ব্যাংক হিসাবে ব্যবসা শুরু করার লাইসেন্স পেলে বন্ধন ব্যাংকের উপর দুটি শর্ত চাপানো হয়। এই শর্তানুযায়ী বলা হয় যে ব্যাংকে তিন বছরের মধ্যে বাজারে শেয়ার বিক্রি করে শেয়ার বাজারে নাম নথিভুক্ত করতে হবে এবং কোনো ব্যবসা নেই এমন কোনো সংস্থা ব্যাংকের প্রোমোটার হলে সেই সংস্থার অংশীদারীত্ব ৪০ শতাংশ কমিয়ে আনতে হবে।

Advertisement

২০১৮ সালের ২৩ আগস্ট বন্ধন ব্যাংকের তিন বছর পূর্ণ হয়েছে। রিজার্ভ ব্যাংকের শর্ত অনুযায়ী বন্ধন ব্যাংক তিন বছরের মধ্যে নিজের নাম শেয়ার বাজারে নাম নথিভুক্ত করে। কিন্তু ব্যাংকের প্রোমোটারের অংশীদারীত্ব ৪০ শতাংশ নামিয়ে আনা হয়নি। ব্যাঙ্কিং শর্ত ঠিকঠাক না মানায় গতকাল বন্ধন ব্যাংকের উপর ১ কোটি টাকা জরিমানা করে রিজার্ভ ব্যাঙ্ক।এছাড়া এই ব্যাংকের নতুন শাখা খোলায় জারি করা হয় নিষেধাজ্ঞা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button