ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LAKH নাকি LAC, চেকে লাখ বোঝানোর জন্য কোন শব্দটি ব্যবহার করবেন? ১০০ জনের মধ্যে ৯০ জন জানেন না

ব্যাংকের চেক নিয়ে আরবিআই বেশ কিছু নতুন নিয়ম জারি করেছে

×
Advertisement

ইন্টারনেট ব্যাংকিংয়ের প্রচার ভালোভাবেই ভারতে শুরু হলেও এখনো একটা বিশাল পরিমাণ অর্থ লেনদেনের জন্য ব্যবহার করা হয় চেক। কাউকে টাকা দেওয়ার জন্য আমরা চেক কেটে তাদেরকে টাকা দিয়ে থাকি। আর যখন লাখে টাকা দেওয়ার কথা আসে তখন চেকের ক্ষেত্রে বেশ কিছু বিভ্রান্তি হয়। সব থেকে বড় ব্যাপারটা হলো ইংরেজিতে লাখ লেখার বিভ্রান্তি। ইংরেজিতে আসলে LAKH ও LAC এই দুটি বানান রয়েছে লক্ষ বোঝানোর জন্য। এরমধ্যে সঠিক বানানটি কি? আপনার থেকে কোন বানান লিখলে সেই লোকটি বিপদে পড়বেন না? তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকে সেটার ব্যাপারে।

Advertisements
Advertisement

কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেটা জানার জন্য সবার আগে এই দুটি শব্দের অর্থ জানতে হবে আমাদের। ইংরেজি শব্দ LAKH ও LAC এর দুটি আলাদা অর্থ রয়েছে। ইংরেজি অভিধান অনুসারে, LAKH কথাটির অর্থ হল লক্ষ বা লাখ। অন্যদিকে, LAC কথাটির আসল অর্থ হল একটি আঠালো পদার্থ, যেদিকে সিলিং মোম, রঞ্জক অথবা বার্নিশ তৈরিতে ব্যবহার করা যেতে পারে। তাই আপনার জেনে রাখা উচিত, আপনি যদি চেক লেখার সময় LAC কথাটি ব্যবহার করেন তাহলে কিন্তু চেক রিজেক্ট হয়ে যেতে পারে। এর জন্য আপনাকে ব্যাংকের নিয়মের উপরে নজর দিতে হবে।

Advertisements

এই সম্পর্কে আরবিআই বেশ কিছু নতুন নিয়ম তৈরি করেছে। আপনাকে যদি চেক ব্যবহার করতে হয় তাহলে এই সমস্ত নিয়ম পালন করতে হবে। এই দুটি শব্দ নিয়ে অনেকের মধ্যেই কিছু কনফিউশন রয়েছে। তাই যদি আপনি কারো জন্য লক্ষাধিক টাকার চেক কাটতে চান তাহলে আপনাকে LAKH কথাটি ব্যবহার করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি LAC ব্যবহার করতে পারেন। সব ক্ষেত্রে চেক ক্যানসেল করে দেওয়া হবে না। তবে সে ক্ষেত্রে আপনার অ্যামাউন্টে কোন গন্ডগোল করা যাবেনা।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button