খেলাক্রিকেট

IND Vs AUS: ভারতীয় দলে অস্ট্রেলিয়ার “চরম শত্রুর” প্রবেশ, একাই ধ্বংস করবেন বিরোধী শিবির

২০২২ সালে এশিয়া কাপের মধ্যভাগে গভীর চোট পান রবীন্দ্র জাদেজা। যে কারণে এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচ খেলে দেশে ফিরে আসতে হয় তাকে।

Advertisement
Advertisement

শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজ শেষ হতে না হতেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। আগামী ১৮ জানুয়ারি সিরিজের প্রথম ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে এবং ওডিআই সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত । আগামী ১৫ জানুয়ারি শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে ভারত।

Advertisement
Advertisement

এদিকে নিউজিল্যান্ডের পক্ষে সিরিজের সূচনা হওয়ার পূর্বে ভারতীয় ক্রিকেটে এমন একটি তথ্য ফাঁস হয়েছে যে, খবরটি শোনার পর থেকে ভয়ে কাঁপছে অপরাজেয় অস্ট্রেলিয়া শিবির। সূত্রের খবর, দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য ঘোষিত দলে ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা।

Advertisement

উল্লেখ্য, ২০২২ সালে এশিয়া কাপের মধ্যভাগে গভীর চোট পান রবীন্দ্র জাদেজা। যে কারণে এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচ খেলে দেশে ফিরে আসতে হয় তাকে। এমনকি গুরুতর চোট পাওয়ার কারণে খেলতে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর। উল্লেখ্য, এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন ভারতের এই তারকা ক্রিকেটার।

Advertisement
Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএস ভরত (উইকেটরক্ষক), ঈশান কিশান (উইকেটরক্ষক), সূর্য কুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মোহম্মদ সামি, মোহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

Advertisement

Related Articles

Back to top button