বলিউডবিনোদন

Ravindra Jadeja: রবীন্দ্র জাদেজা যখন আল্লু অর্জুন, মুখে বিড়ি নিয়ে ‘পুষ্পার’ ডায়লগ বললেন জাড্ডু, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

এবার দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের মতো ভয়ঙ্কর লুকে দেখা সামনে এলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি মুখে বিড়ি নিয়ে একটি ছবিও পোস্ট করেছেন। শুধু কি ছবি, পুষ্পা ছবির একটি সংলাপও বললেন জাদেজা। যা পছন্দ করছেন নেটিজেনরা। এমনিতে ভারতের সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয়। প্রায়ই নিজের লুক নিয়ে বেশ আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন রবীন্দ্র জাদেজা। যেখানে তাকে দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের মতো ভয়ঙ্কর লুকে দেখা যাচ্ছে। হ্যাঁ, সম্প্রতি মুক্তি পাওয়া আল্লু অর্জুনের সুপারহিট ছবি ‘পুষ্পা দ্য রাইজ’ থেকে উৎসাহিত হয়ে তিনি এই লুকটি নিয়েছেন। নিজের ছবির সঙ্গে আল্লু অর্জুনের একটি ছবিও শেয়ার করেছেন জাদেজা।

Advertisement
Advertisement

ইতিপূর্বে ভারতীয় বিভিন্ন সিনেমার অংশের সাথে মুখ মেলাতে দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে। তিনি ভারতীয় সিনেমার একজন বড় ভক্ত বলেও জানিয়েছেন। এবার সেই পথে হাঁটা শুরু করলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। মুখে বিড়ি নিয়ে ছবি পোস্ট করলেও সতর্কবার্তা লিখতে ভোলেননি ভারতীয় এই অলরাউন্ডার। ছবিটি শেয়ার করার সময়, জাদেজা একটি সতর্কবার্তায় লিখেছেন যে এটি শুধুমাত্র গ্রাফিক্যাল উপস্থাপনার জন্য। সিগারেট, বিড়ি ও তামাক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি ক্যান্সার সৃষ্টি করে। এটি সেবন করবেন না।

Advertisement

রবীন্দ্র জাদেজা তার ইনস্টাগ্রামে দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের একটি ছবিও পোস্ট করেছেন। সাথে ‘পুষ্পা’ সিনেমার একটি সংলাপে মুখ মিলিয়েছেন রবীন্দ্র জাদেজা। ১৭ই ডিসেম্বর দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা দ্য রাইস’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সেই সিনেমার দৃশ্য নকল করেছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। জাদেজার পোস্টে মন্তব্য করে কুলদীপ লিখেছেন, ‘পরবর্তী ছবির জন্য অপেক্ষা করছি…!’ ভারতীয় অলরাউন্ডারও কুলদীপের মন্তব্যের জবাব দিয়ে লিখেছেন যে হ্যাঁ শ্যুটিং এনসিএ-তে হবে। করোনা মহামারীর মধ্যে রবীন্দ্র জাদেজার নতুন লুক খুবই পছন্দ হয়েছে নেটিজেনদের। মুহুর্তের মধ্যে ছবিতে হাজার হাজার লাইক দিয়েছেন নেট প্রেমীরা।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button