ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পুরো বছরের জন্য বিনামূল্যে পাবেন রেশন, কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা, জেনে নিন কত রেশন পাবেন

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবারে পুরো বছরের জন্য একেবারে বিনামূল্যে রেশন দেওয়া হবে

Advertisement
Advertisement

এবার থেকে সারা বছরের জন্য বিনামূল্যে রেশন পাবেন ভারতের সাধারণ জনতা। দেশের অনেক দরিদ্র এবং অভাবী মানুষকে ত্রাণ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা বড় ঘোষণা আনা হয়েছে। ডিসেম্বর ২০২৩ পর্যন্ত জাতীয় খাদ্য পরিকল্পনা অনুযায়ী এবারে সুবিধাভোগীদের বিনামূল্য রেশন দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল বলেছেন জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে এখন ৮০ কোটিরও বেশি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পেয়ে থাকেন। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত খাদ্যশস্য পেতে তাদের এক টাকাও দিতে হবে না। প্রতিবছর আনুমানিক ২ লক্ষ কোটি টাকা খরচ করবে কেন্দ্রীয় সরকার। ২০২০ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা শুরু হয়েছিল। ৩১ ডিসেম্বর ২০২২ এ শেষ হবার কয়েকদিন আগে পর্যন্ত এই নতুন ঘোষণা নেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। প্রিয় সরকার বলেছিল এর আওতায় ৮০ কোটি মানুষকে আরো এক বছরের জন্য বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে।

Advertisement
Advertisement

বর্তমানে NFSA এর আওতায় থাকার সুবিধাভোগীরা প্রতি কেজি ১ থেকে ৩ টাকা করে খাদ্যশস্য পেয়ে থাকেন। এই আইনের অধীনে অগ্রাধিকার বিভাগের পরিবার প্রতিমাসে পাঁচ কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন। অন্তদ্বয় অন্ন যোজনার অন্তর্গত পরিবারগুলি প্রতিমাসে ৩৫ কেজি হারে খাদ্যশস্য গম এবং চাল পেয়ে থাকে

Advertisement

১ জানুয়ারি ২০২৩ সালের মধ্যে ১৬৯ লক্ষ টন গম এবং ১০৪ লক্ষ টন চাল দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সেই হিসাব অনুযায়ী ১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ১৩৮ লক্ষ টন গম এবং ৭৬ লক্ষ টন চালের সরবরাহ করার কথা। এখনো পর্যন্ত নিজের লক্ষ্যে সফল হতে পারেনি কেন্দ্রীয় সরকার। তাই ডিসেম্বর মাসে অনেক বেশি পরিমাণে খাদ্যশস্য দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button