কেরিয়ার

আবারো জেলায় জেলায় রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাস করলেই করুন আবেদন

আবেদনের পদ্ধতি জেনে নিন খুবই সহজে

Advertisement
Advertisement

বাংলার মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে রাজ্য সরকারের তরফ থেকে নানা ধরনের কল্যাণমূলক প্রকল্প নিয়ে আসা হয়েছে বাংলার মানুষের জন্য। কন্যাশ্রী, রূপশ্রী স্বাস্থ্য সাথী থেকে শুরু করে দুয়ারে রেশন, এরকম আরো অনেক ধরনের প্রকল্প নিয়ে আসা হয়েছে বাংলার সাধারণ মানুষের জন্য। সরকারের এই সমস্ত প্রকল্পগুলিকে দেখভালের দায়িত্ব রয়েছে বর্তমান সরকারের একাধিক দপ্তরের উপরে। কিন্তু শুধুমাত্র দপ্তর থাকলে তো চলবে না, এই সমস্ত প্রকল্পের সঠিক বাস্তবায়ন হচ্ছে কিনা সেই সমস্ত দেখার জন্য লাগবে প্রচুর সংখ্যক কর্মী। আসলে রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি ভাবে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা সঠিক ভাবে পৌঁছছে কিনা তা যেমন দেখবার করার প্রয়োজন তেমনি এই প্রকল্পগুলিকে সঠিকভাবে চালানোর জন্য প্রয়োজন হয় প্রচুর সংখ্যক কর্মী।

Advertisement
Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় সরকার গঠন হওয়ার পরেই রাজ্যের প্রান্তিক মানুষের স্বার্থে দুয়ারের আসন নামের একটি প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। এবারে দুয়ারে রেসন প্রকল্পে জেলাভিত্তিক রেশন ডিলার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি এই মর্মে রেশন ডিলার নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য খাদ্য দপ্তর। এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। চলুন দেখে নেওয়া যাক এই রেশন ডিলার নিয়োগের ক্ষেত্রে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি এবং যাবতীয় খুঁটিনাটি তথ্য।

Advertisement

আবেদনকারী অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে চাইলে রাজ্য খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীরা সরাসরি আবেদন করতে পারবেন। তবে অফলাইনে আবেদন করলেও খাদ্য দপ্তরের উল্লেখিত সরকারি ওয়েবসাইটে গিয়ে, আবেদনের ফরম ডাউনলোড করে তার প্রিন্ট নিয়ে তা সম্পূর্ণরূপে পূরণ করে সংশ্লিষ্ট আধিকারিকদের দপ্তরে পাঠাতে হবে। প্রথমে ফরম তুলে সেই ফরমের নির্দিষ্ট কলাম পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে সবশেষে নিজের সই করে তা খামবন্দি করতে হবে। খামের উপরে সংশ্লিষ্ট দপ্তরের ঠিকানা যেমন লিখে দিতে হবে, তেমনি কোন পোষ্টের জন্য আবেদন করা হচ্ছে সেটি ও আবেদনকারীকে উল্লেখ করে দিতে হবে।

Advertisement
Advertisement

অনলাইন হোক কিংবা অফলাইন আবেদন ফরমের নির্দিষ্ট কলাম সঠিকভাবে পূরণ করতে হবে আবেদনকারীদের। তার সাথে সাথেই সঠিক যোগাযোগের ঠিকানা, ফোন নম্বর এবং ইমেল আইডি লিখে দিতে হবে নির্দিষ্ট জায়গায়। আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। রেশন ডিলার পদের জন্য আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীকে ১০০০ টাকা আবেদন ফি জমা করতে হবে সংশ্লিষ্ট দপ্তরের নামে। এই মুহূর্তে ৩০ টি শুন্য পদের জন্য রেশন ডিলার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। মাধ্যমিক পাস হলেই এবং ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবেন প্রার্থীরা।

আবেদন করার সময় প্রার্থীকে তার আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র এবং বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে করে লাগাতে হবে। এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া হবে রাজ্য খাদ্য দপ্তরের অধীনে দুয়ারের রেশন প্রকল্পের সম্প্রসারণের লক্ষ্যে। আবেদন ফরম শর্টলিস্টিং বা প্রাথমিক বাছাই করার পরে আবেদনকারী প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এর জন্য। সবশেষে আবেদনকারীর জমা করা নথি ভালোভাবে স্ক্রুটিনি করে অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়ে তারপরই নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকা স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীরাই শুধুমাত্র রেশন ডিলার হিসেবে নির্বাচিত হবেন। মালদহ, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা পুরসভা এলাকায় এই মুহূর্তে এই রেশন ডিলার নিয়োগ করা হবে বলে জানিয়েছে রাজ্য খাদ্য দপ্তর।

Advertisement

Related Articles

Back to top button