বলিউডবিনোদন

শ্রীভাল্লীর বোল্ড ব্ল্যাক লুকে ঘুম উড়েছে ভক্তদের, এমন পোশাক পরে হাজির রাশ্মিকা (VIDEO)

×
Advertisement

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সেখানকার তারকাদের নিয়েও মিডিয়াতে এবং দর্শকদের মাঝে মাতামাতির শেষ নেই। তবে ২০২১’এর শেষে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্যা রাইজ’ এক তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল সকলের মাঝে। ছবির অভিনেতা আল্লু অর্জুনের পাশাপাশি পর্দার শ্রীভাল্লী অর্থাৎ অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে নিয়েও আলোচনা কিছু কম হয়নি। বলাই বাহুল্য, বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন তিনি।

Advertisements
Advertisement

খুব সম্প্রতি অভিনেত্রী উপস্থিত ছিলেন জি সিনেমা অ্যাওয়ার্ডস ২০২৩’এ। এদিন রেড কার্পেটে তার ব্ল্যাক বোল্ড লুক রীতিমতো নজর কেড়েছে সকলের। জি সিনেমা অ্যাওয়ার্ডস ২০২৩’এ অভিনেত্রী অফশোল্ডার ডিজাইনার শর্ট ড্রেসে দেখা দিয়েছিলেন। মাথায় টপনটের পাশাপাশি নুড গ্লসি মেকাপে ছিলেন তিনি। এদিন এই লুকেই অ্যাওয়ার্ড শোতে পাপারাজিৎদের ক্যামেরার সামনে হাজির ছিলেন তিনি। তার এই লুক যে সকলের মাঝে থেকেও রীতিমতো নজর কেড়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

Advertisements

Advertisements
Advertisement

উল্লেখ্য, ২০২২’এর অক্টোবর মাসেই বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘গুডবাই’ ছবিটি। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছেন অভিনেত্রী। ছবিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি সুনীল গ্রোভার, আশিষ বিদ্যার্থী, এলি আব্রামের মতো তারকাদের দেখা মিলেছে। এছাড়াও তার একগুচ্ছ ছবি খুব শীঘ্রই আসতে চলেছে বলিউডের পর্দায়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘মিশন মজনু’। ছবিতে সিদ্ধার্থ মালহোত্রের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। এছাড়াও রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ ছবিতেও অভিনয় করতে দেখা যাবে তাকে। পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষিত পুষ্পার দ্বিতীয় ভাগের খুব শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে। সেই খবর ইতিমধ্যেই মিডিয়ায় প্রকাশিত হয়েছে। আপাতত, ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন রশ্মিকা, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

Related Articles

Back to top button