বলিউডবিনোদন

Ranveer-Deepika-Shah Rukh: বলিউডের কিং খানের প্রতিবেশী হতে চলেছেন দীপবীর, নতুন অধ্যায়ের শুরুতেই এই তারকা জুটি

Advertisement

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও চর্চিত জুটি রণবীর ও দীপিকার। কারণে-অকারণে মিডিয়ার পাতায় চর্চার আলো কাড়েন এই তারকা জুটি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই জানা গিয়েছে, দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। আর সেই নতুন অধ্যায়ের শুরুতেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এক ঝলক। এই মুহূর্তে যার সূত্র ধরেই চর্চিত বলিউডের এই তারকা জুটি।

সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি টুইটারে তারকা জুটির একটি ফ্যান পেজ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে। এই ঝলকে রণবীর-দীপিকাকে নিজেদের নতুন বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কনস্ট্রাকশন সাইটেই দেখা গিয়েছিল। সেখানকার কিছু কর্মকর্তাদের সাথে কথা বলছিলেন অভিনেত্রী, সাথে ছিলেন অভিনেতাও। তবে ভিডিওতে অভিনেতার মুখ স্পষ্ট বোঝা না গেলেও দীপিকার ঝলক ছিল স্পষ্ট।

ইতিমধ্যেই জানা গিয়েছে, খুব শীঘ্রই কিং খানের প্রতিবেশী হতে চলেছেন দীপবীর জুটি। শাহরুখ খানের মান্নাতের পাশেই এই নতুন অ্যাপার্টমেন্ট কিনতে চলেছেন তারা। কানাঘুষো শোনা গিয়েছে এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টেই ১৬ থেকে ১৯ তলা ইতিমধ্যেই বুক করে ফেলেছেন এই জুটি। এই মুহূর্তে যার বাজার মূল্য ১১৯ কোটি। জানা যাচ্ছে, নিজেদের নতুন এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টেই পরিবারের সকল সদস্যদের নিয়ে থাকবেন তারা। তবে আলিবাগেও এই জুটির বিলাসবহুল বাড়ি রয়েছে।

একসময়ে প্রেমে আঘাত পেয়ে সবকিছুর প্রতি আশাহত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। আর ঠিক সেইসময়ই তার জীবনে আসেন রণবীর সিং। প্রায় দু’বছরের চেষ্টাতেই অভিনেত্রীর মন জয় করতে পেরেছিলেন অভিনেতা। এরপর ২০১৮-তেই একে অপরের সাথে সাত পাক ঘোরেন তারা। একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, যখন তিনি সবকিছু থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন তখনই তার হাত শক্ত করে ধরেছিলেন রণবীর। পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন, অভিনেতা খুব ভালোভাবেই জানেন কিভাবে একজনকে সম্মান দিতে হয়। পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন, সেইসময়ে তিনিই তার আত্মবিশ্বাসকে গোড়া থেকে ফিরিয়ে দিয়েছিলেন।

Related Articles

Back to top button