ভাইরাল & ভিডিও

Ranu Mondal: কাঁচা বাদামের পর রানু মন্ডলের কণ্ঠে ‘কাঁচালঙ্কা’ গান, অবাক নেটজনতাও

Advertisement

Advertisement

সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীর দৌলতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন রানু মন্ডল। রানাঘাটের স্টেশনে বসেই গান গাইতেন তিনি। সেখান থেকেই ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তার গান সেইসময় পছন্দ করেছিলেন অনেকেই। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ার একজন ট্রোল কনটেন্ট হয়ে উঠেছেন। নিজের অদ্ভুত কান্ডকারখানা ও সাজগোজের জন্যই বারবার নেটমাধ্যমের পাতায় ট্রোল হন তিনি। বর্তমানে রানু মন্ডল রানাঘাটে তার সেই পুরোনো জায়গাতেই ফিরে এসেছেন। আবারো লোকের দয়াতেই বাঁচতে হচ্ছে তাকে।

Advertisement

বর্তমানে সোশ্যাল মিডিয়া অনেকের কাছে বিনোদনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এটি আয়ের অন্যতম পথ বর্তমান প্রজন্মের কাছে। বহু নেটিজেন নিজের সময় ব্যয় করার জন্য বিভিন্ন ধরনের কনটেন্টের উপর নির্ভর করে ভিডিও বানান। কেউ কেউ কমেডি ভিডিও বানান। তবে যারা কমেডি ভিডিও বানান তাদের কাছে রানু মন্ডল একটি বিশেষ কনটেন্ট, তা বলাই বাহুল্য। বর্তমান যুগে অনেকেই নিজের চ্যানেলে রানু মন্ডলকে নিয়ে ভিডিও বানানোর জন্য পৌঁছে যান তার বাড়িতে। সম্প্রতি তেমনই এক জনৈক ইউটিউবার পৌঁছে গিয়েছিলেন রানু মন্ডলের বাড়িতে তাকে নিয়ে ভিডিও বানানোর জন্য। সম্প্রতি সেই ভিডিও দেখে হাসি থামছে না নেটনাগরিকদের।

Advertisement
Advertisement

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে রানু মন্ডলকে কাঁচালঙ্কা হাতে নিয়ে গান গাইতে দেখা গেছে। বাংলা সিনেমার বেশ পরিচিত গান ‘ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে’। এই গানটিই নিজের বাড়ির উঠোনে বসে কাঁচালঙ্কা হাতে নিয়েই গেয়েছেন রানু মন্ডল। সম্প্রতি তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে। ৩ মাস আগে ‘রন্ধন পরিচয়’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছিল। বর্তমানে যার ভিউজ ১৬ লাখ। উল্লেখ্য, এই চ্যানেল থেকে প্রায়ই রানু মন্ডলের একাধিক ভিডিও শেয়ার করা হয়, যা রীতিমতো ভাইরাল হয় নেটদুনিয়ায়।

এই ভিডিওটি দেখার পর থেকেই হাসির রোল উঠেছে নেটিজেনদের মাঝে। বেশিরভাগের মতে নিজের এই সমস্ত অদ্ভুত কাণ্ডকারখানার জন্যই বারবার নেটমাধ্যমে মানুষের মাঝে হাসির খোরাক হয়ে ওঠেন রানু মন্ডল। থেকে থেকে নিজের একাধিক বেফাঁস মন্তব্যের জন্যও কটাক্ষের শিকার হতে হয় তাকে। সম্প্রতি কাঁচালঙ্কা হাতে নিয়ে গান গেয়ে আবারো হাসির খোরাক রানু মন্ডল।