বলিউডবিনোদন

Rajesh Khanna Biopic: রাজেশ খান্নার বায়োপিক আসছে রুপোলি পর্দাতে, পরিচালকের দায়িত্বে থাকছে ফারহা

Advertisement
Advertisement

বলিউডে এখন সিনেমা মানেই বায়োপিকের ঘনঘাটা। বায়োপিক আর বলিউডের সম্পর্কটা বেশ পুরোনো এবং জমাটি। নানানখেলোয়াড় থেকে বলি-তারকার জীবনের নানান খুঁটিনাটি আমরা বড়পর্দায় দেখেছি। আর সেই বায়োপিকগুলি বক্স অফিসে হিট। ২০১৮ সালে সঞ্জয় দত্তের জীবনের ওপর নির্ভর করা মুক্তি পাওয়া বায়োপিক ‘সঞ্জু’ তো ভেঙে দিয়েছিল বক্স অফিসের সব রেকর্ড । এবার বড়পর্দায় আসতে চলেছে ভারতের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার ওপর বায়োপিক! এবার তাই ঘোষণা করলেম বলি-প্রযোজক নিখিল দ্বিবেদীর।

Advertisement
Advertisement

‘আরাধনা’, ‘কটি পতঙ্গ’, ‘অমর প্রেম’, ‘আনন্দ’, ‘খামোশি’র মতো একের পর এক ব্লকব্লাস্টার সিনেমা সিনেপ্রেমীদের উপহার দিয়েছেন রাজেশ খান্না। বক্স অফিসে এই অভিনেতার একের পর এক সিনেমা আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল৷ এখনো এই কালজয়ী ক্লাসিক সিনেমা বারবার সিনেপ্রেমীরা দেখা পছন্দ করেন। তাঁর অভিনয়ের সুবাদেই বলিউডে প্রথমবার ‘সুপারস্টার’ শব্দটি ব্যবহার হয়েছিল। যেমন এই অভিনেতাকে নিয়ে যেমন ছিল জনপ্রিয়তা তেমন ছিল একাধিক বিতর্কও।

Advertisement

তবে সবকিছু পেরিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত দর্শকের ভালোবাসা কুড়িয়ে গিয়েছিলেন তিনি। বাবুমশাই হয়ে রয়ে গিয়েছিলেন সকলের মনে৷ প্রয়াত এই বলি-তারকার বায়োপিক প্রসঙ্গে নিখিল দ্বিবেদী এক সংবাদমাধ্যমে জানান, তাঁর মতো বলিউডের এত বিরাট মাপের রাজকীয় ব্যক্তিত্বের বহু বছর আগেই বায়োপিক হওয়া উচিত ছিল। এতদিনে যখন তা হয়নি, এবার তিনি সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। গৌতম চিন্তামণির লেখা বই ‘ডার্ক স্টার: দ্য লোনলিনেস অফ বিয়িং রাজেশ খান্না’র স্বত্বও কিনে নিয়েছেন নিখিল। এবার সেই বই অনুযায়ী লেখা হবে ছবির চিত্রনাট্য। লিখবেন এই বইয়ের লেখক গৌতম।

Advertisement
Advertisement

আর এই নতুন ছবির পরিচালনার দায়িত্ব নিতে চলছেন ফারহা খানের সঙ্গে। এ প্রসঙ্গে ফারহা নিজেক এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি এই বিষয়ে জোর আলোচনা চালাচ্ছেন নিখিলের সঙ্গে। এমনকি গৌতমের লেখা প্রিয় অভিনেতার এই বইটি পড়ে তাঁর বেশ ভালো লেগেছে। তবে এর থেকে বেশি এই প্রোজেক্ট সম্পর্কে আর বারতি কোনো কথাও জানাননি ‘হ্যাপি নিউ ইয়ার’ এর পরিচালক। নিখিল আদো জানিয়েছেন রাজেশ খান্নার এই বায়োপিকের ব্যাপারে সমস্ত অনুমতি তিনি নিয়েছেন
ন৷ আর তিনি আরো বলেন, এই ছবিতে এমন কিছু রাখা হবে না, যার প্রধান উপজীব্য হবে বিতর্ক। প্রযোজকের কথায়, ‘বলিউডের প্রথম সুপারস্টারের উদ্দেশে এই ছবি শ্রদ্ধার্ঘ্য হিসেবে পেশ করতে চাইছি আমরা।’ আর রাজেশ খান্নার ভূমিকায় পর্দায় কোন বলি-তারকাকে দেখা যাবে এই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অভিনেতার বাছাই পর্বের সিদ্ধান্ত ফারহান নেবেন।

Advertisement

Related Articles

Back to top button