দেশনিউজ

নভেম্বর থেকে শুরু হতে পারে রাজধানী, শতাব্দী, হামসফর এবং তেজস এক্সপ্রেসের যাত্রা

Advertisement
Advertisement

করোনার মাঝেই এক এক করে শুরু হয়েছে আনলক প্রক্রিয়া, এবার রেল নভেম্বর মাস থেকেই রাজধানী, শতাব্দী, হামসফর, তেজসের মতো ট্রেন চালানোর কথা ভাবছে। এবার দেশের জনগনের কথা মাথায় রেখেই ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হয়েছে, উৎসবের সময় যাত্রী সংখ্যার চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

জানা গিয়েছে ৩৯টি স্পেশাল ট্রেনের মধ্যে ২৬টি ট্রেনেই থাকবে স্লিপার কোচ এবং বাকি ১৩টিতে শুধু বসে যাত্রার ব্যবস্থা থাকবে, আবার এর মধ্যে ১৫টি ট্রেন সপ্তাহে একদিন চলবে। জানানো হয়েছে মেল বা এক্সপ্রেস ট্রেনের তুলনায় ১০-৩০ শতাংশ বেশি ভাড়া দিতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী দ্বিতীয় শ্রেণির টিকিটের ক্ষেত্রে ১০ শতাংশ ‘বিশেষ চার্জ’ ধার্য করা হয়।

Advertisement

এমনকি বর্তমানে ৬৮২টি স্পেশাল ট্রেন ও ২০টি ক্লোন ট্রেন চালাচ্ছে রেল। ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৩৯২ টি বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। আগে থেকেই বলা হয়েছিলো পুজোর মধ্যে অনেকেই ঘুড়তে যান, সেই ধারাবাহিকতা বজায় রাখতেই চালানো হবে বাড়তি ট্রেন। ভারতীয় রেল বিভিন্ন জোনে আরও ৩৯ জোড়া নতুন ট্রেন‌ চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement
Advertisement

জেনারেল এসি এক্সপ্রেস, শতাব্দী, রাজধানী ও দুরন্ত সহ নতুন ট্রেনের তালিকা প্রকাশ করেছে রেল। করোনা আবহে বিপুল টাকার ক্ষতি হয়েছে রেল ও আইআরসিটিসির। করোনা আবহে প্রায় বহু দিন বন্ধ ছিলো রেল পরিষেবা। কিন্তু ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ২০০টি বিশেষ ট্রেন পরিষেবা শুরু করা হবে বলে আগেই জানিয়েছিলো রেল কর্তৃপক্ষ।

Advertisement

Related Articles

Back to top button