দেশনিউজ

DA Hike: সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়াল এই রাজ্য

এতদিন তাদের ৩৮ শতাংশ করে মহার্ঘ ভাতা দেওয়া হলো এবার তারা ৪২ শতাংশ করে মহার্ঘ ভাতা পাবেন

×
Advertisement

রাজস্থান সরকারের কর্মীদের জন্য সুখবর। শনিবার রাজ্যের কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত ঘোষণা করল রাজস্থান সরকার। ১ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে নতুন হার প্রযোজ্য হতে চলেছে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। এর অধীনে পেনশনভোগী এবং রাজ্য সরকারি কর্মীরা এখন ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।এতদিন পর্যন্ত তাদের ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল। কিন্তু এবারে এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ৮ লক্ষ সরকারি কর্মী এবং ৪.৪ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

Advertisements
Advertisement

রাজ্যের কর্মীরা ছাড়াও এর ফলে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কর্মীরা লাভবান হতে চলেছেন। এর বৃদ্ধির ফলে রাজ্য সরকারের বছরে প্রায় ১,৬৪০ কোটি টাকা বেশি খরচ হতে চলেছে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলোট বলেছেন, কেন্দ্রীয় সরকার একটি ডিএ ঘোষণা করেছে। তবে সেটি দীর্ঘ সময়ের পরে কার্যকর হয়েছে। এদিকে রাজস্থান সরকার ঘোষণার সঙ্গে সঙ্গে বেশি পরিমাণ টাকা দিতে শুরু করবে কর্মীদের।

Advertisements

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা দাবিতে আগামী কয়েক সপ্তাহ ধরে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে আগামী ৩০ মার্চ মহাসমাবেশ হতে চলেছে দিল্লিতে। সেখানে গিয়ে তারা প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন এই মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button