কলকাতানিউজ

গুমোট গরম থেকে স্বস্তি, এই সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

Advertisement
Advertisement

রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর। কয়েকদিন গুমোট গরমের পর আজ সন্ধ্যে থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টি নেমেছে। সঙ্গে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। আজ সারাদিন আকাশ পরিষ্কার ছিল, রোদের দাপট ও ছিল অনেক। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আদ্রতার পরিমান ছিল ২১-৯৪ শতাংশের মধ্যে।

Advertisement
Advertisement

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এরসাথে হাওয়া অফিস এটাও জানিয়েছিল যে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে- পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সূত্রের খবর অনুযায়ী কলকাতার বিভিন্ন  জায়গাতে সন্ধ্যে থেকে ঝড়বৃষ্টি শুরু হয়েছে।

Advertisement
Advertisement

দক্ষিণ কলকাতার বেহালা, সন্তোষপুর প্রভৃতি জায়গাতে বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আবার উলুবেড়িয়াতে শিলাবৃষ্টি হয়েছে বলে সূত্রের খবর। কয়েকদিন গুমোট গরমের পর এই বৃষ্টি রাজ্যবাসীকে সামান্য হলেও স্বস্তি এনে দিয়েছে। তাপমাত্রা বাড়ার ফলে সাধারণ মানুষের সমস্যাই হচ্ছিলো, সেখানে এই সাময়িক বৃষ্টি একটু হলেও পরিবেশকে ঠান্ডা করল।

Advertisement

Related Articles

Back to top button