ক্রিকেটখেলা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা

Advertisement
Advertisement

ধামাকাদার টি-টোয়েন্টি সিরিজের পর রবিবার ১৫ ডিসেম্বর চেন্নাই এর এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচ। দিনরাতের এই ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। গত ৪৮ ঘণ্টায় চেন্নাইতে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ম্যাচের দিনও সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর।

Advertisement
Advertisement

চোটের জন্য ভারতীয় দলে দুটি পরিবর্তন ঘটে গিয়েছে ম্যাচ শুরুর আগেই। শিখর ধাওয়ান এর পরিবর্তে দলে এসেছেন মায়াঙ্ক আগরওয়াল এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে চোট পাওয়া ভুবনেশ্বর কুমারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শার্দুল ঠাকুর। হাড্ডাহাড্ডি টি-টোয়েন্টি সিরিজের পর একদিনের ম্যাচেও কড়া টক্কর জানাতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ দল। পরিবর্তন এর পর একদিনের সিরিজের জন্য ভারতীয় দল।

Advertisement

আরও পড়ুন : মহেন্দ্র সিং ধোনি কলকাতায় এসে বউয়ের কিনলেন বিশেষ উপহার

বিরাট কোহলি, রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পান্ডে, রিষভ পন্থ, শিবম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button