ভোজপুরিবলিউডবিনোদন

Bhojpuri Video: বৃষ্টির মধ্যেই মধু শর্মাকে একা পেয়ে নিয়ন্ত্রণ হারালেন নিরাহুয়া, শুরু হল উদ্যম রোম্যান্স

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে

Advertisement
Advertisement

ভারতের একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে অন্যতম হলো ভোজপুরি জগৎ। এই ভোজপুরি তারকাদের মধ্যে সবথেকে জনপ্রিয় তারকা হলেন দীনেশ লাল যাদব। তিনি একা হাতে একটা ইন্ডাস্ট্রিকে একটা দারুন জায়গায় নিয়ে গেছেন। বর্তমানে তিনি হলেন ভোজপুরি ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। এই মুহুর্তে ভারতের এই ইন্ডাস্ট্রিতে কোটি কোটি ভক্ত রয়েছে তার। অনেক মানুষ তাদেরকে অনুসরণ করেন। এই অভিনেতা শুধুমাত্র দেশে বলে নয়, বিদেশেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন। এখন অভিনেতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা ভক্তরা খুবই পছন্দ করছেন।

Advertisement
Advertisement

দীনেশ লাল যাদবের এই ভিডিওটি ‘গুলামি’ ফিল্ম থেকে বলা হচ্ছে যাতে তাকে গোপনে রোমান্স করতে দেখা যায় অভিনেত্রী মধু শর্মার সঙ্গে। এই ভিডিওতে নিরহুয়া ভোজপুরি সিনেমার হট অভিনেত্রী মধু শর্মার সঙ্গে রোমান্স করছেন। নিরহুয়া এবং মধু শর্মার এই ভিডিওটি ইউটিউবে প্রচুর দেখা হচ্ছে যা মানুষ বেশ পছন্দ করছে।

Advertisement

এই ভিডিওতে দেখা যাচ্ছে মধু শর্মা এবং নিরাহুয়ার মধ্যে একটা দারুন রসায়ন রয়েছে। তাদের দুজনের কেমিস্ট্রি এই ভিডিওকে আরো বেশি জনপ্রিয় করে তুলেছে। এই ভিডিওটি হলো পেয়াস তানকে বুঝা যায় গানের। এই গানের ভিডিওতে দুজনের দুরন্ত রোম্যান্স সকলের নজর কেড়েছে। এই গানটি নেওয়া হয়েছে এক দুজে কে লিয়ে সিনেমা থেকে। ইশতার অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে প্রায় ১০ বছর আগে আপলোড হয়েছিল এই ভিডিওটি। এই ভিডিওতে হলুদ শাড়িতে দুরন্ত দেখাচ্ছে অভিনেত্রীকে। বৃষ্টিতে ভিজে এই গানের ভিডিওতে অভিনয় করেছেন তিনি। আপনিও যদি এখনো এই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে এক্ষুনি ক্লিক করে দেখে নিন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button