দেশনিউজ

চিনা ইস্যু নিয়ে নরেন্দ্র মোদিকে টুইটে কড়া আক্রমণ রাহুলের

×
Advertisement

নয়াদিল্লি: মঙ্গলবার লোকসভায় ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিবৃতি দেওয়ার পর রাহুল গান্ধী আরো একবার বাক্যবানে নিশানা করে মোদিকে। তিনি দাবি করেন, “প্রতিরক্ষামন্ত্রীর এই বয়ানেই স্পষ্ট চিনা অনুপ্রবেশ নিয়ে বিভ্রান্ত করেছেন প্রধানমন্ত্রী। মোদিজি আপনি কবে চিনের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন? চিনের থেকে আমাদের দেশের অধিগ্রহণ করে থাকা অংশ ছিনিয়ে আনবেন?”

Advertisements
Advertisement

প্রসঙ্গত, এদিন সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “এর আগেও সীমান্ত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক বার৷ কিন্তু শান্তিপূর্ণ ভাবে তা মিটে গিয়েছে৷ কিন্তু এ বছর পরিস্থিতি একেবারে আলাদা৷ তবে ভারত শান্তিপূর্ণ ভাবে সমস্যা মেটাতে বদ্ধপরিকর৷ লাদাখ সীমান্তে প্রায় ৩৮ হাজার বর্গ কিলোমিটার চিন বেআইনি ভাবে দখলের চেষ্টা করে যাচ্ছে৷

Advertisements

Advertisements
Advertisement

তবে আমি নিশ্চিত করতে চাই, আমাদের বাহিনীর উত্‍সাহ ও উদ্দীপনা তুঙ্গে৷ এ বিষয়ে কোনও সন্দেহ নেই৷ প্রধানমন্ত্রীর লাদাখ সফর দেশবাসীকে বার্তা দিয়েছে, সেনাবাহনীর সঙ্গে রয়েছে গোটা দেশ”।

যদিও এদিন পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন “গোটা দুনিয়া ওদের মৃত্যু দেখেছে। একমাত্র মোদি সরকারের কাছে কোন খবর নেই। তাই বলে কি অদের মৃত্যু হয়নি?” সম্প্রতি লকডাউনে কাজ চলে যাওয়ার দেশের অনেক মানুষদের আর্থিক সমস্যা প্রকট হয়ে উঠেছে। তার মধ্যে সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে পরিযায়ী শ্রমিকরা। দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌছাতে তাদের কারোর রাস্তায় মৃত্যু হয়েছে কারো বা অনাহারে। তারপর আবার চিন ইস্যুতেও সরব হন রাহুল গান্ধী।

Related Articles

Back to top button