ক্রিকেটখেলা

রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে ওঠা স্বার্থ সংঘাতের অভিযোগ খারিজ

Advertisement
Advertisement

তড়িৎ ঘোষ : ন্যাশনাল ক্রিকেট একাডেমি বা এনসিএ এর প্রধান রাহুল দ্রাবিড় এর বিরুদ্ধে ওঠা স্বার্থ সংঘাতের অভিযোগ খারিজ করে দিল বিসিসিআইয়ের ওম্বুডসম্যান কমিটির সদস্য এথিক্স অফিসার ডি কে জৈন। তাই ভারতীয় দলের প্রাক্তন এই নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে ক্লিনচিট দেওয়া হয়েছে সমস্ত অভিযোগ খারিজ করে দিয়ে।

Advertisement
Advertisement

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জীব গুপ্তা বিসিসিআইয়ের এথিক্স অফিসার এর কাছে এনসিএ প্রধানের নামে অভিযোগ করেন। গুপ্তার অভিযোগ, রাহুল দ্রাবিড় বর্তমানে এনসিএ এর প্রধান এবং তার পাশাপাশি ইন্ডিয়া সিমেন্টের ভাইস প্রেসিডেন্ট। ইন্ডিয়া সিমেন্ট আবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এর মালিক। সেই ভিত্তিতে রাহুল দ্রাবিড় কে স্বার্থ সংঘাতের অভিযোগে নোটিশ পাঠানো হয়।

Advertisement

অভিযোগের ভিত্তিতে রাহুল দ্রাবিড় জানান, তিনি গরহাজিরার জন্য ইন্ডিয়া সিমেন্ট কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি নিয়েছেন। সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে ডি কে জৈন জানান “আমি কোন কিছুতেই দ্রাবিড়ের বিরুদ্ধে স্বার্থ সংঘাত দেখতে পাচ্ছি না, তাই তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে এবং সেই বিষয়টি অভিযোগকারী এবং বিসিসিআই কে জানিয়ে দেওয়া হয়েছে”।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button