খেলাক্রিকেট

Rahul Dravid: ‘তুমি নিশ্চয়ই আমার ব্যাটিং দেখোনি’, সূর্য কুমার যাদবের উদ্দেশ্যে দ্রাবিড়ের মজার প্রশ্ন; রইল হাস্যকর উত্তর

সিরিজের তৃতীয় ম্যাচে ৫১ বলে ৭টি চার এবং ৯টি ছক্কার সাহায্যে ব্যক্তিগত অপরাজিত ১১২ রানের ইনিংস খেলে ড্রেসিং রুমে ফেরেন সূর্য কুমার যাদব।

Advertisement
Advertisement

টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে বিশ্বসেরা ক্রিকেটারদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। কেন তিনি টি-টোয়েন্টিতে বিশ্বসেরা তা ইতিমধ্যে প্রত্যক্ষ করেছে বিশ্ব ক্রিকেটপ্রেমীরা। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছেন এখনো দু’বছরও হয়নি, এরই মধ্যে করে ফেলেছেন তিনটি শতক! যার রীতিমতো বিস্ময়কর। সদ্য সমাপ্ত শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের নিজের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি করে ফেলেছেন সূর্য কুমার যাদব।

Advertisement
Advertisement

সিরিজের তৃতীয় ম্যাচে ৫১ বলে ৭টি চার এবং ৯টি ছক্কার সাহায্যে ব্যক্তিগত অপরাজিত ১১২ রানের ইনিংস খেলে ড্রেসিং রুমে ফেরেন তিনি। ফলশ্রুতিতে ভারত তৃতীয় ম্যাচে শ্রীলংকার পাহাড় সমান লক্ষ্যমাত্রা স্থির করতে সক্ষম হয়। বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ৯১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারে লঙ্কান বাহিনী। ফলশ্রুতিতে ঘরের মাটিতে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় ভারত।

Advertisement

এদিন সিরিজের তৃতীয় ম্যাচ শেষে মাঠে সূর্য কুমার যাদবের সাক্ষাৎকার নেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। সেই সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড় এমন কিছু প্রশ্ন করেছেন যা রীতিমত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সূর্য কুমার যাদবের কাছে রাহুল দ্রাবের প্রথম প্রশ্ন করেন যে,’তুমি কি কখনো আমার খেলা দেখেছো?’ প্রশ্নের উত্তরে সুযোগ অবিরল হাসতে থাকেন এবং বলেন, ‘ছোটবেলা থেকে আপনার খেলা দেখেই বড় হয়েছি।’

Advertisement
Advertisement

এরপর রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটার সূর্য কুমার যাদবের উদ্দেশ্যে বলেন,’যদি তোমার ক্যারিয়ারের একটি সেরা ইনিংস বেছে নিতে বলা হয়, তবে তুমি কোন ইনিংসটাকে বেছে নেবে?’ এই প্রশ্নের উত্তরে সূর্য কুমার যাদব বলেন,’নিজের ক্যারিয়ার থেকে একটি ইনিংস বেছে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য কাজ। আমি কোন ইনিংস বেছে নেওয়ার বদলে কঠিন সময় দলের পাশে দাঁড়িয়ে মোকাবেলা করাটাকে বেছে নেব। কারণ সেই সময় ব্যাটিং টাকে আমি উপভোগ করতে পারব।’

Advertisement

Related Articles

Back to top button