দেশনিউজ

বিশুদ্ধ অক্সিজেনের টানে বারমুখো দিল্লীবাসী

Advertisement
Advertisement

অরূপ মাহাত: বারে মিলছে অক্সিজেন, ২৯৯ টাকায় ১৫ মিনিট বিশুদ্ধ অক্সিজেন নিতে ছুটছে দিল্লীবাসী। দিল্লীর সাকেত এলাকায় সিটি ওয়াক মল কর্তৃপক্ষ ‘অক্সিপিওর’ নামে একটি অক্সিজেন বার চালু করেছিলেন মে মাস নাগাদ। এতদিন তাতে ভিড় তেমন না থাকলেও বর্তমানে সেখানে ভিড় সামলানো দায়। দিল্লীবাসী এখন বুঝেছেন বিশুদ্ধ অক্সিজেন কতটা জরুরী শরীরের জন্য। তাই সবাই দল বেঁধে ছুটছেন অক্সিজেন বারে।

Advertisement
Advertisement

প্রসঙ্গত, প্রতিবছর এই সময় দিল্লীতে বায়ুদূষণের মাত্রা তীব্র আকার ধারণ করে। দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জোড়-বিজোড় রেজিস্ট্রেশনের গাড়ি চালানোর ব্যবস্থা নেওয়ার পরও তেমন উন্নতি হয়নি দিল্লীর পরিবেশের। রাস্তায় বেরালেই মুখে লাগাতে হচ্ছে মাস্ক। চোখ নাক জ্বালা করছে রাস্তাঘাটে বেরালেই। হৃদরোগের পরিমাণ বাড়ছে দিল্লীতে।

Advertisement

এই অবস্থায় দিল্লীবাসীর একমাত্র ভরসা হয়ে উঠতে চলেছে অক্সিজেন বার। দিন দিন অক্সিজেন বারে ভিড় বৃদ্ধি এই কথায় প্রমাণ করছে। মল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের উদ্যোগ দেশে প্রথম। তবে ধীরে ধীরে দিল্লীর বিভিন্ন জায়গায় এই ধরনের বার খুলতে চলেছে তারা। বর্তমানে লেমনগ্রাস, অরেঞ্জ, সিনামন, স্পিয়ারমিন্ট, পেপারমিন্ট, ইউক্যালিপ্টাস এবং ল্যাভেন্ডার এই সাতটি ফ্লেভারে পাওয়া যাবে অক্সিজেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button