নিউজদেশ

Puja Special: ২ জোড়া পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের, জেনে নিন রুট ও সময়সূচী

প্রত্যেক বছরই পুজো স্পেশাল ট্রেন চালায় রেলওয়ে কর্তৃপক্ষ

Advertisement

আর কিছুদিন বাদেই শুরু হতে চলেছে বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব, দুর্গোৎসব। আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা ও কাশফুলের বন জানান দিচ্ছে দুর্গোৎসব আগমনের। চারিদিকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গা পুজো নিয়ে প্রত্যেক বাঙালির মনেই রয়েছে উৎসাহ। এই পুজো মরশুম উপলক্ষে প্রতিবারই পুজো স্পেশাল ট্রেন চালায় ভারতীয় রেল। এবারও তার ব্যতিক্রম হবে না। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে ২ জোড়া পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে যা গোটা অক্টোবর মাস জুড়ে চলবে।

পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে একজোড়া পুজো স্পেশাল ট্রেন শিয়ালদহ গোরখপুর শিয়ালদহর মধ্যে চলবে। এছাড়া অপরটি চলবে হাওড়া রক্সৌল হাওড়া রুটে। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে এই স্পেশাল ট্রেনের সময়সূচী প্রকাশ করা হয়েছে। তবে এখন অব্দি রেল কর্তৃপক্ষ ট্রেনের বুকিং কবে থেকে শুরু হবে, সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে ট্রেনগুলি কখন কোন সময়ে চলবে জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

০৩১৩১/০৩১৩২ শিয়ালদহ গোরখপুর পুজো স্পেশাল ট্রেন আগামী ২ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। এটি প্রতি রবিবার রাত ১১টা ৫ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে পরদিন বিকেল পাঁচটায় গোরখপুরে পৌঁছাবে। আবার গোরাখপুর শিয়ালদহ পুজো স্পেশাল ট্রেন সোমবার সন্ধায় ৭ টা ৫ মিনিটে ছেড়ে পরদিন দুপুর ১ টা ৩০ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে। এই ট্রেনটি যাত্রার উভয় অভিমুখে পূর্ব রেলের আওতাভুক্ত নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডি স্টেশনে দাঁড়াবে।

অন্যদিকে ০৩০৪৩/০৩০৪৪ হাওড়া রক্সৌল হাওড়া স্পেশাল ট্রেন ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর অব্দি চলবে। হাওড়া রক্সৌল পুজো স্পেশাল প্রতি সপ্তাহে শনিবার রাত ১০ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং পরদিন দুপুর ২ টা ১৫ মিনিটে রক্সৌল পৌঁছাবে। আবার ওই রবিবার দুপুর ৩ টে ৪৫ মিনিটে ট্রেনটি রক্সৌল থেকে ছাড়বে এবং পরদিন সকাল ৭ টা ৩০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। এই ট্রেনটি যাত্রার উভয় অভিমুখে পূর্ব রেলের ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডি স্টেশনে দাঁড়াবে।

Related Articles

Back to top button