কলকাতানিউজরাজ্য

রুটি রুজির প্রশ্ন, চালু করা হোক লোকাল ট্রেন! ফের বিক্ষোভে উত্তাল সোনারপুর স্টেশন

একাধিক নিত্যযাত্রীরা সোনারপুর স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বুধবার থেকে

Advertisement
Advertisement

চালাতে হলে সমস্ত ট্রেন চালানো হোক না হলে কোন ট্রেন চালাতে হবে না, এই দাবি নিয়ে একের পর এক বিক্ষোভ চলছে কলকাতা লাগোয়া বেশকিছু স্টেশনে। আর আজ এই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ল শিয়ালদা দক্ষিণ লাইনের সোনারপুর স্টেশনে। বিভিন্ন জায়গায় অফিস খুলে গেছে কিন্তু গণপরিবহনে এখনো পর্যন্ত ছাড় মেলেনি। ফলে নিত্যযাত্রীদের সমস্যা থেকেই যাচ্ছে। বাধ্য হয়ে তাদেরকে বিভিন্ন অ্যাপ ক্যাবে উঠতে হচ্ছে নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য। স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে গেলেই রেল পুলিশের সঙ্গে বচসা বাঁধছে। আর যারা দিন আনে দিন খায়, তাদের কথা নাহয় ছেড়েই দিন।

Advertisement
Advertisement

এইসব মানুষ গিয়ে জড়ো হয়েছেন সোনারপুর স্টেশনে। সেখানে গতকাল থেকেই চলছে বিক্ষোভ। শিয়ালদা ডায়মন্ড হারবার লাইনের ট্রেন যখন সোনারপুর স্টেশনে প্রবেশ করে তখন নিত্যযাত্রীরা সেই ট্রেনে উঠতে চান। কিন্তু তখনই শুরু হয় সমস্যা। ট্রেনের সামনে বসে পড়ে বহু নিত্যযাত্রী বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, “দিদির কাছে একটাই দাবি, চললে সব ট্রেন চলুক, না হলে কোন ট্রেন চলবে না। কিছু মানুষ কাজে যেতে পারছেন আর কিছু পারছেন না। এভাবে কতদিন পেটে ভাত জোগানো যাবে?”

Advertisement

বুধবার সোনারপুর স্টেশনে একই দাবিতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভের পুরোধা ছিলেন মহিলারা। তাদের দাবি, “যদি লোকাল ট্রেন চালাতে হয় তাহলে সব ট্রেন চলুক না হলে কোন ট্রেন চালাতে হবে না।” বুধবার প্রায় ঘন্টাখানেক ট্রেন অবরোধ থাকে। তাদের বক্তব্য, যদি কাজে যেতে এত টাকা চলে যায় তাহলে তো বেশিদিন ভাত জোগানো যাবে না। মানুষের নুন আনতে পান্তা ফুরায় যাওয়ার মত অবস্থা। পুলিশ এসেও পরিস্থিতি বদলায় না। তারা পুলিশের সামনে নিজেদের সমস্ত ক্ষোভ উগরে দেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button