টলিউডবিনোদন

KIFF-এর দ্বিতীয়দিনে একফ্রেমে হাসিমুখে প্রাক্তন-বর্তমান, দায়িত্ববোধের পরিচয় দিলেন ‘জ্যেষ্ঠপুত্র’

Advertisement
Advertisement

কেয়া সেন : গত রবিবার একটু বেশিই স্পেশ্যাল ছিল পর্দার অরুন চ্যাটার্জির অনুরাগীদের জন্য। ঠিক সকাল ১০টায় প্রকাশ্যে এসেছে অতনু ঘোষ পরিচালিত “রবিবার” ছবির টিজার। যেখানে খুব কম সময়ের জন্য বুম্বাদার ঝলক পাওয়া গেলেও, ৩৩ সেকেন্ডের টিজারে, নতুন রূপে তাঁকে দেখে খুশি হয়েছেন সিনেপ্রেমীরা।

Advertisement
Advertisement

Advertisement

পাশাপাশি, বেশকিছুদিন ধরেই টলিউডে গুঞ্জন ছিল, এবছর হয়তো অভিমানী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উপস্হিত থাকবেনা ২৫ তম “কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব”-এ।

Advertisement
Advertisement

কিন্তু তিনি যে শুধু পর্দায় নন, প্রকৃত অর্থে টলিউড ইন্ডাস্ট্রির “জ্যেষ্ঠপুত্র” তা আরও একবার প্রমাণিত। রাগ, অভিমান, মনোমালিন্য ভুলে ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন নন্দনে সস্ত্রীক হাজির হয়েছিলেন বুম্বা দা। দর্শকাসনে বসে দেখলেন “গৌতম ঘোষ”-এর পরিচালিত ছবি রাহগির (দ্য ওয়েফেরার্স)। কিভাবে দারিদ্রতা ও বঞ্চনা পল্লী সমাজে অশুভ ছায়া ফেলেছে, ৮১মিনিটে সেই গল্পই ফুটে উঠেছে ছবিতে।

শুধু ছবি দেখাই নয়, অভিনেতা দেখা এবং সাক্ষাৎ করেছেন রাখি গুলজারের সঙ্গেও। আর,সিনেমার উৎসবে বুম্বাদার উপস্হিতি সত্যিই উপরি পাওনা ছিল দর্শকদের কাছে।

Advertisement

Related Articles

Back to top button