টলিউডের অন্যতম সুপারস্টার দেব। বক্সঅফিসে একচেটিয়া ব্যবসা করার ক্ষমতা রাখেন তিনি। সেকথা প্রমাণ হয়ে গেল আবারো। ‘পাঠান’ আমেজেও দর্শকদের মনে ‘প্রজাপতি’। ৫০ দিন পার করেও হলে ভিড় জমাচ্ছেন দর্শকরা। বলাই বাহুল্য শত বিতর্কের মাঝেও গোটা বক্স অফিস জুড়ে সফলতার সাথে উড়ে বেড়িয়েছে ‘প্রজাপতি’। জানা গিয়েছে, এখনো পর্যন্ত এই ছবির বক্সঅফিস কালেকশন ১০.২৭ কোটি। গত শুক্রবার ‘প্রজাপতি’র ৫০ দিন পূরণ হল। ছবির ৪৯’তম দিনে সেকথা জানিয়েই বক্স অফিস কালেকশনের কথা উল্লেখ করেছিলেন ছবির ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা।
প্রজাপতির গোটা টিমকে শুভেচ্ছা জানিয়ে এবং সমগ্র দর্শকমহলকে ধন্যবাদ জানিয়েই গোটা ভারতের নিরিখে এখনো পর্যন্ত বক্সঅফিসে কত ব্যবসা করেছে ‘প্রজাপতি’ সেই তথ্যই প্রকাশ্যে এনেছেন শতদীপ সাহা।
প্রথম সপ্তাহ- ২.১৭ কোটি
দ্বিতীয় সপ্তাহ- ২.৮৫ কোটি
তৃতীয় সপ্তাহ- ১.৯৯ কোটি
চতুর্থ সপ্তাহ- ১.১১ কোটি
পঞ্চম সপ্তাহ- ১.০৩ কোটি
ষষ্ঠ সপ্তাহ – ৭৮ লাখ
সপ্তম সপ্তাহ – ৩৪ লাখ
মোট- ১০.২৭ কোটি
এখনো পর্যন্ত দেব এমন একজন সুপারস্টার যার তিনটি ছবি ১০ কোটির গণ্ডি পেরিয়েছে। বক্সঅফিসে ‘চাঁদের পাহাড়’ ১৮ কোটির ও ‘অ্যামাজন অভিযান’ ২০ কোটির ব্যবসা করেছে। এই দুটি ছবি ধরা-ছোঁয়ার বাইরে প্রজাপতির। তবে এই দুটি ছবি ছাড়াও জিৎ-এর ‘বস ২: ব্যাক টু রুল’ রয়েছে ১০ কোটির গণ্ডিতে। এই ছবি থেকে প্রজাপতির ব্যবধান ২৩ লক্ষ টাকা। যদি কোন ভাবে জিৎ-এর ছবিকে টেক্কা দিতে পারে ‘প্রজাপতি’ তাহলে সর্বোচ্চ আয় করা তিন ছবির তৃতীয় স্থানে জায়গা পাবে এটি। এখনো সেই সুযোগ রয়েছে দেব-মিঠুনের প্রজাপতির হাতে। বলাই বাহুল্য, বাবা-ছেলের সম্পর্কের রসায়ন বেজায় দাগ কেটেছে দর্শকদের মনে। এখন প্রজাপতির প্রশংসায় ৮ থেকে ৮০ সকলেই।