Priya Prakash Varrier Bold Photoshoot: প্রিয়া প্রকাশ ভারিয়ার তার ভক্তদের মাঝে উইঙ্ক গার্ল নামেই পরিচিত। তিনি এক রাতের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তার ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। তেলেগু ও মালায়ালাম ছবিতে কাজ করতে দেখা যায় তাকে। গানের রেকর্ডিংয়ের পাশাপাশি মডেলিং দুনিয়াতেও তার বেশ নামডাক। সম্প্রতি নিজের বোল্ড লুকের খাতিরেই চর্চার আলোয় প্রিয়া প্রকাশ ভারিয়ার।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় অভিনেত্রী। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ার পাতায়। শুধুমাত্র পর্দার সামনেই নয় বাস্তবেও প্রিয়া প্রকাশ যে বেশ লাস্যময়ী, তা অবশ্য তার সাজগোজ দেখেই স্পষ্ট হয়। উল্লেখ্য, এই মুহূর্তে নিজের সাম্প্রতিক বোল্ড ফটোশুটের সূত্র ধরেই নজর কেড়েছেন সকলের। পাশাপাশি চর্চার আলোতেও উঠে এসেছেন প্রিয়া, যার ঝলক রয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতাতেই।
সাম্প্রতিক একটি বোল্ড ফটোশুটে অংশ নিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেখানেই পিয়াজ রঙের একটি ডিপ নেক লাইন কাটিং লং গাউনে দেখা গিয়েছে তাকে। এই পোশাকে নুড মেকাপ নিয়েছিলেন তিনি। চোখে মুখে বজায় রেখেছিলেন বোল্ডনেসের ঝলকও। কানে পরেছিলেন মানানসই দুল। এই মুহূর্তে নিজের সেই ফটোশুটের ঝলক নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েই নেটনাগরিকদের একাংশের মাঝে তুমুল চর্চিত অভিনেত্রী। উষ্ণতা ছড়িয়েছেন গোটা সোশ্যাল মিডিয়ার পাতাতে। পাশাপাশি তাপমাত্রা বাড়িয়েছেন ভক্তদের মনেরও।