কলকাতানিউজ

আগামী সপ্তাহে কি রাস্তায় বেসরকারি বাস, সিদ্ধান্ত আগামীকাল

Advertisement
Advertisement

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঘোষণা করেছিলেন বেশ কিছু নিয়ম মেনে রাস্তায় বেসরকারি বাস চলবে। এই নিয়ে বাস মালিক সংগঠন গুলির নেতারা আগামীকাল রবিবার সকাল এগারোটায় বৈঠকে বসছেন। সেখানেই ঠিক করা হবে মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ মেনে সোমবার থেকে আদৌ রাস্তায় বেসরকারি বাস নামবে কিনা। গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, যত গুলি আসন ততজন যাত্রী নিয়ে বাস চালানো যাবে। অতিরিক্ত কোনো যাত্রী তোলা যাবেনা। অর্থাৎ বসে কেউ দাঁড়িয়ে যাবেনা। এরইসাথে করোনা সংক্রান্ত সমস্ত রকম স্বাস্থ্যবিধি মানতে হবে বাসকর্মী এবং যাত্রীদের।

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর এই নির্দেশ আদতে কতটা মান্য করা যাবে তা নিয়ে যথেষ্টই সন্দেহ আছে বাস মালিকদের মধ্যে। এই বিষয় নিয়েই আগামীকাল বৈঠকে বসবে বেসরকারি বাস মালিকদের সংগঠন গুলি। এর আগে মাত্র ২০ জন করে যাত্রী নিয়ে বাস চালানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০ জন করে যাত্রী নিয়ে বাস চালাতে গিয়ে লোকসানের মুখে পড়তে হবে বলে তখন রাস্তায় বেসরকারি বাস আর নামেনি। এরপরই গতকাল নতুন নির্দেশ দেন তিনি।

Advertisement

আগামীকালের বৈঠক প্রসঙ্গে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর ঘোষণা খুবই ভালো। কিন্তু এভাবে বাস চালালেও আমাদের খরচ উঠবে কিনা তা নিয়ে আলোচনা করা হচ্ছে। আগামীকাল সমস্ত সংগঠনের প্রতিনিধিদের সাথে এই বিষয়ে বৈঠক করবো। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।” মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় বাস মালিকরা খুশি হলেও তাদের মধ্যে অনেকেই চিন্তিত এভাবে বাস চালিয়ে আদৌ খরচ উঠবে কিনা। অধিকাংশ বাস মালিকই এই মুহূর্তেই এইভাবে বাস চালাতে রাজি নয়।

Advertisement
Advertisement

বাস মালিক ছাড়াও এভাবে যাত্রার ক্ষেত্রে সুরক্ষা নিয়ে প্রশ্ন আছে সাধারণ যাত্রীদের মনেও। তাঁরা জানাচ্ছেন, এভাবে যদি বাসে কম সংখ্যক যাত্রী তোলা হয়, তাহলে কর্মস্থলে পৌঁছতেই অনেকটা সময় লেগে যাবে। সেক্ষেত্রে রাস্তায় অনেক বেশি সংখ্যক বাসের প্রয়োজন বলে মনে করছেন তারা। এখন আগামীকাল বাস মালিকরা বৈঠকে কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে সবাই।

Advertisement

Related Articles

Back to top button