কলকাতানিউজ

আগামী সোমবার থেকে রাজ্যে চালু বেসরকারি বাস পরিষেবা, নূন্যতম ভাড়া ২৫ টাকা

Advertisement
Advertisement

সরকারি বাসের পর এবার রাজ্যে সোমবার থেকে কনটেইনমেন্ট জোনের বাইরে রাস্তায় নামবে বেসরকারি বাস। সরকারের নির্দেশ অনুযায়ী, বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। কিন্তু এই নির্দেশ মানলে বেসরকারি বাসগুলি চরম আর্থিক ক্ষতির মুখে পড়বে। তাই সরকারের কাছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলির দাবি, ‘বাসের ভাড়া নূন্যতম ২৫ টাকা’ করা হোক। অর্থাৎ যেসব বেসরকারি বাসগুলি অনেক সংখ্যক যাত্রী নিয়ে চলাচল করে সরকারের দেওয়া নির্দেশে সেই বাসগুলি ২০ জন যাত্রী নিয়ে চলাচল করলে প্রবল আর্থিক ধাক্কা খাবে। তাই বেসরকারি বাস সংগঠনগুলি এমন দাবি জানিয়েছে।

Advertisement
Advertisement

তবে বেসরকারি বাসগুলি রুটে চললে কত টাকা ভাড়া হবে সে বিষয়ে স্পষ্টত কিছুই বলা হয়নি সরকারের তরফ থেকে। রাস্তায় যত দ্রুত সম্ভব বাস নামানোর অনুরোধ জানিয়েছেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে ‘সরকারি বিধি মেনে চালানো হোক বাস’ বাস সংগঠনগুলিকে এমনই দাবি জানিয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

বুধবার থেকেই কিছু রুটে চালু হয়েছে সরকারি বাস পরিষেবা। সরকারের নির্দেশ অনুযায়ী ২০ জন যাত্রী উঠে পড়লে বন্ধ করে দিতে হবে বাসের দরজা। তবে এই নির্দেশের পর এদিন দেখা গিয়েছে অন্য ছবি। সামাজিক দূরত্বকে থোড়াই কেয়ার করে বাসে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কলকাতা ও তার কিছু পার্শ্ববর্তী অঞ্চলে চলেছে সরকারি বাস। এবার আগামী সোমবার থেকে রাজ্যে চালু হবে বেসরকারি বাস পরিষেবা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button