দেশনিউজ

বিদেশি কুকুর ছেড়ে দেশি কুকুর পোষার আবেদন মোদির

Advertisement
Advertisement

নয়াদিল্লি : শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশীয় জিনিস ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলে এলেও এদিন তিনি ফের  দেশী কুকুর নিয়ে কুকুর প্রেমীদের প্রতি বক্তব্য রাখেন। গত রবিবার মন কি বাত অনুষ্ঠানে  দেশবাসীর কাছে সম্পূর্ণ অন্যরকম একটি আবেদন রাখেন নরেন্দ্র মোদী। পশুপ্রেমীদের আবেদন জানিয়ে তিনি বলেন, “এখন থেকে বিদেশি কুকুরের বদলে দেশি কুকুর পোষ মানাতে শুরু করুন। শুধু তাই নয়, যে কোন দেশি প্রজাতির কুকুরই ভালো হবে।

Advertisement
Advertisement

Advertisement

দেশের বিভিন্ন কাজে মূলত দেশী কুকুরদেরই ব্যবহার করা হয়। এমনকি নিরাপত্তারক্ষীরাও তাদের ডগ স্কোয়াডে ভারতীয় কুকুর রাখছে। এছাড়াও দেশের যে কোন উদ্ধারকারী মিশন বা বিপর্যয় মোকাবিলায় কুকুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়”।  তিনি আরও বলেন ভারতীয় প্রজাতির মধ্যে হাউন্ড, মুধল, হিমাচলি হাউন্দ, রাজাপালায়াম, চিপ্পিপারাই, কন্নি, এবং কম্বাই এই কুকুরগুলি সেরা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button