খেলাক্রিকেট

IND Vs AUS: ম্যাচের প্রধান অতিথি দুই দেশের প্রধানমন্ত্রী! বিসিসিআইয়ের টিকিট বিক্রি বন্ধ করার সিদ্ধান্তে হতাশ ক্রিকেটপ্রেমীরা

দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব স্টেডিয়ামে উপস্থিত থাকার কারণে ক্রিকেট প্রেমীদের সেই পরিকল্পনার কার্যত জল ঢেলে দিয়েছে BCCI।

×
Advertisement

আগামী ৯ই মার্চ গুজরাটের নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্টেডিয়ামে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয় ম্যাচে ভারতীয় দলের লজ্জা জনক পরাজয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালে পৌঁছানোর জন্য রোহিত শর্মাদের লক্ষ্য এখন চতুর্থ ম্যাচের দিকে। আসন্ন ম্যাচে জয় নিশ্চিত করতে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর রাস্তা সহজ হবে টিম ইন্ডিয়ার জন্য।

Advertisements
Advertisement

এদিকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা সিরিজের চতুর্থ ম্যাচে দর্শক প্রবেশ নিষিদ্ধ করেছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। এর কারণ অবশ্য আর কিছুই নয়, সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে বসে খেলা দেখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেস। দুই প্রধানমন্ত্রীর সুরক্ষার কথা ভেবে ম্যাচের প্রথম দিনে দর্শক প্রবেশ নিষিদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, বেশ কিছুটা টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। তবে আপাতত খেলার প্রথম দিনের টিকেট বিক্রি বন্ধ রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Advertisements

এদিকে, সিরিজের শেষ ম্যাচে মাঠে বসে খেলা উপভোগ না করতে পারার কারণে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা মুষড়ে পড়েছেন। কারণ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে ইতিমধ্যে খেলা দেখার পরিকল্পনা গ্রহণ করে ফেলেছেন। সেই উদ্দেশ্যে বিমানের টিকিট কিংবা হোটেল বুকিংয়ের মতো ব্যয়বহুল কার্য করে ফেলেছেন। যেহেতু বিগত কয়েকটি ম্যাচে দেখা গেছে, টেস্ট খেলা তিন দিনের বেশি দীর্ঘায়িত হচ্ছে না, সেহেতু ম্যাচের প্রথম দিন খেলা দেখার পরিকল্পনা গ্রহণ করেছে বেশিরভাগ ক্রিকেটপ্রেমীরা।

Advertisements
Advertisement

তবে দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব স্টেডিয়ামে উপস্থিত থাকার কারণে ক্রিকেট প্রেমীদের সেই পরিকল্পনার কার্যত জল ঢেলে দিয়েছে BCCI। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে দর্শকরা হতাশা প্রকাশ করেছেন। যদি চলতি সিরিজের কথা বলি, তবে ভারতীয় দল বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।

Related Articles

Back to top button