বিনোদনভাইরাল & ভিডিওভোজপুরি

Bhojpuri Song: প্রদীপ পান্ডে ও মণি ভট্টাচার্যের “পালং তোড” গানটি হিট, ভাইরাল ভিডিও এখনই দেখুন

বর্তমানে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন নবাগত অভিনেতা প্রদীপ পান্ডে।

Advertisement
Advertisement

আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি, নেটপাড়ায় এমন লোকের সংখ্যা খুবই কমই রয়েছে যারা ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ আম্রপালি-নিরহুয়ার রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন না। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিগত বেশ কয়েক বছর ধরে একছত্র অধিপত্য বিস্তার করেছেন আম্রপালি দুবে এবং নিরহুয়া। জানলে অবাক হবেন, আম্রপালি দুবে গান নিরহুয়ার সঙ্গে ৩০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। এছাড়া শতাধিক অ্যালবাম ভিডিওতে কাজ করেছে এই জুটি।

Advertisement
Advertisement

নবাগত অভিনেতা প্রদীপ পান্ডের জনপ্রিয়তা

তবে বর্তমানে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন নবাগত অভিনেতা প্রদীপ পান্ডে। বিগত কয়েক বছরে তার এমন একাধিক গানের ভিডিও রিলিজ হয়েছে, যেগুলি দেখলে উত্তেজনা অনুভব করবেন আপনি। প্রত্যেকটি ভিডিওতে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সেক্সি অভিনেত্রীদের সাথে চরম রোমান্স করতে দেখা গেছে এই অভিনেতাকে। বর্তমানে জনপ্রিয় এই অভিনেতার নতুন একটি গানের ভিডিও ট্রেন্ড হচ্ছে ইউটিউবে। যেখানে তাকে সেক্সি অভিনেত্রী মণি ভট্টাচার্যের সাথে উষ্ণ রোমান্স করতে দেখা গেছে।

Advertisement

ভাইরাল হচ্ছে এই গান

আপনারা নিশ্চয়ই “পালং তোড” গানটি শুনেছেন। তবে এই গানে সেক্সি অভিনেত্রীর মণি ভট্টাচার্যের সাথে চরম রোমান্স করেছেন অভিনেতা প্রদীপ পান্ডে। গানটি ইউটিউবের একটি জনপ্রিয় “ওয়েভ মিউজিক” চ্যানেলে আপলোড করা হয়েছে। যা এখনও পর্যন্ত কয়েক লক্ষ ভিউজ অর্জন করেছে। পাশাপাশি গানটি সোশ্যাল মিডিয়া প্রেমীদের কাছ থেকে প্রশংসা অর্জন করেছে। একজন সোশ্যাল মিডিয়া প্রেমী লিখেছেন,”এই গানটি দেখলে আমি অন্য কিছুতে মন দিতে পারি না।” অন্য একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন,”মনি ভট্টাচার্যের সাথে প্রদীপ পান্ডের রসায়ন দারুন জমেছে”। রইল ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিও-

Advertisement
Advertisement

Related Articles

Back to top button