বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত হওয়ার নিম্নচাপ আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও শক্তি বৃদ্ধি করতে চলেছে। আর তার ফলে আজ অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে এই নিম্নচাপটি। নিম্নচাপটি বর্তমানে সমুদ্রের উপর অবস্থান করায় বঙ্গ উপকূলীয় এলাকায় ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ো বাতাস বইতে পারে। নিম্নচাপটি এখন অন্ধপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি চলে এসেছে।
এই নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চলগুলিতে সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। মৎস্যজীবীদের ১০ তারিখ থেকে আগামী ১৩ সেপ্টেম্বর অব্দি সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলাই থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশের কাছাকাছি থাকবে। গতকাল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রী বেশি।
আগামীকাল রবিবার ১১ সেপ্টেম্বর বৃষ্টির তীব্রতা বাড়বে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এবং পুরুলিয়া বাদ দিয়ে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, সপ্তাহের শুরুতে সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।