অসধারণ নাচের পারফরম্যান্স, ফুটপাত থেকে উঠে টিভির পর্দা কাপাচ্ছে যুবক, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement

Advertisement

আমাদের দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বেড়ে চলেছে। মানুষ এটি এমন একটি প্লাটফর্ম হিসেবে ধরে নিয়েছে যার মাধ্যমে সারা বিশ্বের কাছে নিজেকে এবং নিজের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হয়। যত দিন যাচ্ছে ততই মানুষ যেন আরো বেশি এই ডিজিটাল দুনিয়ার ওপরে নির্ভর হয়ে পড়ছে।

Advertisement

প্রায় প্রতিদিন আমরা কিছু না কিছু নতুন ঘটনার সাক্ষী ঘরে বসেই।এই সোশ্যাল মিডিয়ায় নানান রকমের ঘটনার সাথে সাথে আমরা সাধারন মানুষের এমন অনেকই সুপ্ত প্রতিভার সন্ধান পাচ্ছি যা তার জীবনকে অন্য মাত্রায় নিয়ে যেতে সাহায্য করে।এখনকার বাস্তব জীবনে যে ব্যস্ততা এবং নিজেকে শীর্ষে পৌঁছানোর জন্যে যে প্রতিযোগিতা তার জন্য নিয়ত লড়াই করে চলেছি আমরা সকলেই, এই ব্যস্ততা থেকেই নিজের মনকে কিছুটা মুক্ত করার জন্য আমরা এই সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হই। বিভিন্ন ঘটনার সাথে সাথে নানা রকম মানুষের নানারকম প্রতিভা নাচ-গান আঁকা ইত্যাদি সব রকমের প্রতিভার ই ঝালক আমরা দেখতে পাই।এই লকডাউন এ সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের ঝোঁক আরো বেশি করে বেড়েছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই নিজদের সময় কাটিয়েছেন এই সোশ্যাল মিডিয়াতেই।

Advertisement

Advertisement

সাম্প্রতিক একটি দরিদ্র পরিবার থেকে উঠে আসা ছেলের নএকটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। বড়ো বড়ো সেলিব্রিটিদের হাড় মানিয়ে দেবে তার নাচের এক একটি পদক্ষেপ। তিনি গুজরাটের এক দরিদ্র পরিবারের ছেলে। অর্থের অভাবে পড়াশোনা করে উঠতে পারেননি তিনি। ছোট থেকেই তিনি তার কাঁধের ওপর সংসারের সমস্ত দায়িত্ব নেয়। লকডাউন চলাকালীন, ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়তে তার এক অসাধারণ নাচের ভিডিও। ভিডিওটি ছিল ইন্ডিয়ান বেস্ট ড্যান্সার নামক একটি রিয়েলিটি শো এর ক্লিপ যেখানে গুজরাট এর সেই গরীব ছেলেটির অসাধারন পারফরম্যান্স দেখা যায়। তার প্রতিভা দেখে নেটিজেনরা মুগ্ধ হয়ে যায়।