টেক বার্তা

Redmi-কে টুকে ফোন বানিয়েছে POCO! কেনার ইচ্ছা থাকলে একবার যাচাই করে নিন

Advertisement
Advertisement

পোকো সম্প্রতি ভারতের বাজারে POCO M6 Pro ৫জি লঞ্চ করেছে। ফোনটি স্ন্যাপড্রাগন ৪ জেন ২ দ্বারা চালিত। রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার যেমন, ৭ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির ডিজাইন এবং ফিচারগুলো দেখতে বেশ অসাধারণ। এই ফোনটি রেডমি ১২ ৫জি-র মতো মনে হতে পারে কারো কারো। চলুন জেনে নেওয়া যাক পোকো এম৬ প্রো ৫জি-তে কী কী বিশেষ ফিচার দেওয়া রয়েছে।

Advertisement
Advertisement

POCO M6 Pro এর ডিজাইন দেখতে অনেকটা রেডমি ১২ ৫জি এর মতো। ফোনটি ডুয়াল টোন ফিনিশ সহ বাজারে পাওয়া যায়। ফোনটিতে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা বার রয়েছে। POCO M6 Pro দুটি কালার অপশন – ফরেস্ট গ্রিন এবং পপভ ব্ল্যাকে পাওয়া যাবে।

Advertisement

poco M6 pro

Advertisement
Advertisement

রেডমি ১২ ৫জি এবং এম৬ প্রো উভয় গ্লাস ব্যাক এবং উভয় ক্যামেরা রিং দেখতে একই রকম। নীচে ইউএসবি টাইপ-সি পোর্ট সহ একটি স্পিকার গ্রাল এবং উপরে একটি ৩.৫ মিমি জ্যাক এবং আইআর ব্লাস্ট রয়েছে। এতে রয়েছে সিম ও মাইক্রোএসডি স্লট। সেলফি ক্যামেরার জন্য পোকো এম৬ প্রো ৫জিতে রয়েছে সেন্ট্রাল পাঞ্চ হোল ক্যামেরা। রয়েছে ৭১ ইঞ্চি এফএইচডি+ ৯০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। ফোনটি ৫৫০ নিটের পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর, সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দিনের আলোতে ছবিগুলি বেশ পরিষ্কার এবং দর্শনীয়। প্রাইমারি ক্যামেরাটি ভাল এবং ভাল রঙ ধারণ করে। কিন্তু রাতে ছবিগুলো তেমন পরিষ্কার হয় না। পোর্ট্রেট লেন্সটিও সন্তোষজনক। পোকো এম ৬ প্রো স্ন্যাপড্রাগন ৪ জেন ২ দ্বারা চালিত এবং দুর্দান্ত পারফর্ম করে। নরমাল ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার, স্ট্রিমিং এবং মেসেজিং খুব সহজেই করা যায়।

Advertisement

Related Articles

Back to top button