নিউজদেশ

PNB গ্রাহকরা নতুন বছরে হবেন ব্যাপক লাভবান, ব্যাঙ্কের এই পরিবর্তনে উপকৃত হবেন কোটি কোটি গ্রাহক

PNB-তে ফিক্সড ডিপোজিট রাখলে গ্রাহকরা উচ্চ সুদের সাথে অন্যান্য অনেক সুবিধা পাবেন নতুন বছরে

Advertisement
Advertisement

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবার তাদের জন্য রয়েছে সুখবর। ব্যাংক কর্তৃপক্ষের নতুন একটি সিদ্ধান্ত অবশ্যই আপনার মুখে হাসি ফোটাতে পারে। যদি আপনার পিএনবিতে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে নতুন বছরের শুরুটা আপনার বেশ ভালই হয়েছে। ১ লা জানুয়ারি থেকে গ্রাহকদের জন্য বড় ধরনের পরিবর্তন এনেছে ব্যাংকটি। PNB-তে ফিক্সড ডিপোজিট রাখলে গ্রাহকরা উচ্চ সুদের সাথে অন্যান্য অনেক সুবিধা পাবেন। নতুন বছরের শুরুতে নিজের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত সুবিধার কথা উল্লেখ করেছে পিএনবি কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement

ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্যাঙ্ক FD-এর সুদের হার বাড়িয়েছে। এখন থেকে গ্রাহকরা FD-তে ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদের সুবিধা পাবেন। এর পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টে সুদের হারও বেড়েছে ২৫ বেসিস পয়েন্ট। আপনার স্থায়ী আমানতের ক্ষেত্রে ৭ থেকে ৪৫ দিনের FD তে ৩.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। একই সময়ে, ৪৬ দিন থেকে ১৭৯ দিনের FD তে ৪.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।

Advertisement

তার পাশাপাশি ১ বছর থেকে ৬৬৫ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৪৫ বেসিস পয়েন্ট বেড়েছে ও ৬.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। ৬৬৬ দিনের FD-এ ৭.২৫ শতাংশ সুদ পাওয়া যাবে। ৬৬৭ দিন থেকে ২ বছরের FD-এ ৬.৭৫ শতাংশ সুদ, ২ বছরের বেশি এবং ৩ বছর পর্যন্ত FD-এ ৬.৭৫ শতাংশ সুদ, ৩ বছর থেকে ১০ বছরের FD-এ ৬.৫০ শতাংশ সুদ দেওয়া হবে। আপনার যদি ১০ লাখ টাকার কম সেভিংস অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি বার্ষিক ২.৭০ শতাংশ সুদের সুবিধা পাবেন। অন্যদিকে, যদি আপনার ব্যালেন্সের পরিমাণ ১০ লাখ টাকার বেশি এবং ১০০ কোটি টাকার কম হয়, তাহলে আপনি ২.৭৫ শতাংশ হারে সুদের সুবিধা পাবেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button