ভারতের একটি সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবারে ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। নতুন জারি করা একটি রেট চার্ট অনুযায়ী এবারে ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের জন্য সুদের হার বৃদ্ধি করা হয়েছে ব্যাংকের তরফ থেকে। ব্যাংকের তরফ থেকে এই তথ্য দেওয়া হয়েছে, ১ নভেম্বর ২০২৩ থেকে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই নিয়ম সম্পর্কে বিস্তারিত।
সাত দিন থেকে দশ বছরের স্থায়ী আমানতে সাধারণ মানুষকে ৩.০৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ দেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অন্যদিকে ৪৪৪ দিনের ফিক্স ডিপজিটে ব্যাংক সর্বোচ্চ ৭.২৫ শতাংশ সুদ দেবে বলে জানা গিয়েছে। ১৮০ দিন থেকে ২৭০ দিনের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে ৬ শতাংশ করে সুদ দেওয়া হচ্ছে। এর আগে সুদের হার ছিল ৫.৫০ শতাংশ। ২৭১ দিন থেকে ১ বছরের কম সময়ের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে নতুন করে সুদের হার ৫.৮ শতাংশের পরিবর্তে ৬.২৫ শতাংশ করা হয়েছে।
আমরা যদি বয়স্কদের কথা বলি তাহলে ৭ দিন থেকে ১০ বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে ৪ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ সুদ পাওয়া যায়। বয়স্ক ব্যক্তিদের ৪৪৪ দিনের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে ব্যাংক। ৬০ বছর থেকে ৮০ বছর কম বয়সী লোকেরা এই সুদ পাচ্ছেন বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি ৮০ বছরের বেশি বয়সী মানুষদের জন্য সুদের হার আরো বেশি। সুপার সিনিয়র সিটিজেনদের সাত দিন থেকে দশ বছরের মেয়াদে ৪.৩০ শতাংশ থেকে ৮.০৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। ৪৪৪ দিনের এফডিতে দেওয়া হচ্ছে সর্বোচ্চ সুদ।