দেশনিউজ

করোনা মোকাবিলায় দেশবাসীর উদ্দেশ্যে কী ভাষণ দিলেন প্রধানমন্ত্রী? দেখুন একনজরে

Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলায় যে সমস্ত পদক্ষেপগুলি নিয়েছেন, সেগুলি একবার দেখে নিন –

Advertisement
Advertisement

১) আগামী রবিবার ২২ মার্চ সকাল ৭ টা – রাত ৯ টা পর্যন্ত জনতা কার্ফু জারি জারি করা হয়েছে। জরুরি কাজ ছাড়া বাইরে বেরোতে তিনি বারণ করেছেন। জনতার দ্বারা জনগণের জন্য কার্ফু জারি। সাইরেন বাজিয়ে এই কার্ফু জারি করা হবে। যারা এই কার্ফু পালন করবেন তাদের তিনি বিকেল ৫ টা তে নিজের বাড়ি থেকে হাততালি দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করবেন।

Advertisement

২) ভিড় এড়ান, ঘর থেকে কম বেরুন।

Advertisement
Advertisement

৩) যারা কাজে আসবে না, তাদের বেতন যেন না কাটা হয়। মানবতার খাতিরে পুরো বিষয়টি খতিয়ে দেখতে তিনি বলেছেন।

৪) এর সাথে তিনি অর্থনীতির বিষয়টি দেখার জন্য COVID-19 economic response task force গঠন করবেন। এটি মূলত আর্থিক ধাক্কা মোকাবিলার জন্য এটি গঠন করবেন বলে তিনি জানিয়েছেন।

৫) রুটিন চেক-আপ করার জন্য এখন হাসপাতালে না গিয়ে বাড়ির ডাক্তারকে ফোন করে পরামর্শ নেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন। আর খুব জরুরি অস্ত্রোপচার না হলে তার তারিখ তিনি অন্তত একমাস পিছিয়ে নিতে আবেদন করেছেন।

৬) রাজ্য সরকারগুলোকে কেন্দ্রকে সহযোগিতা করতে বলেছেন।

৭) সবাইকে ধৈর্য ধরতে হবে, সতর্ক থাকতে হবে। আর আগামী কয়েক সপ্তাহ প্রবীণদের বাড়ি থেকে বেরোতে তিনি বারণ করেছেন।

৮) যারা জরুরি পরিষেবার সাথে যুক্ত তাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।

৯) নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান বজায় রাখতে তিনি বলেছেন।

১০) তিনি সমগ্র জাতিকে কয়েক সপ্তাহ সময় দিতে বলেছেন। মানবসভ্যতা এখন সংকটে। বিশ্বযুদ্ধের থেকে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবাইকে একজোট হয়ে মোকাবিলা করতে তিনি বলেছেন।

Advertisement

Related Articles

Back to top button