দেশনিউজ

রাম মন্দিরের ভূমি পূজা উপলক্ষ্যে ৩ ঘন্টা অযোধ্যাতে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Advertisement
Advertisement

ঐতিহাসিক রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে গোটা অযোধ্যা। এই অনুষ্ঠান উপলক্ষ্যে ৫ ই আগস্ট অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সকাল ৯ টা ৩৫ মিনিটে নয়াদিল্লি থেকে রওনা দেবেন এবং উত্তরপ্রদেশের লক্ষ্মৌতে পৌঁছবেন সকাল ১০ টা ৩৫ মিনিট নাগাদ। সেখান থেকে সকাল ১০ টা ৪০ মিনিট নাগাদ অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সকাল সাড়ে ১১ টায় অযোধ্যার সেকেট কলেজ ক্যাম্পাসের নবনির্মিত হেলিপ্যাডে নামবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার।

Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী রাম মন্দির নির্মাণের মূল ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে ভগবান হনুমানের একটি মন্দির পরিদর্শন করবেন। বেলা ১১ টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ১০ মিনিটের জন্য হনুমানগড়ীতে একটি বিশেষ পূজা করবেন এবং তারপরই ভূমি পূজায় যোগ দেবেন। দুপুর ১২ টায় রাম জন্মভূমি কমপ্লেক্সে পৌঁছে ১০ মিনিটের জন্য রাম লালা বিরাজমানের সামনে প্রার্থনা করবেন দুজনে। বেলা সোয়া ১২ টায় প্রধানমন্ত্রী মন্দির চত্বরে একটি পারিজাত গাছ রোপণ করবেন।

Advertisement

ভূমি পূজা শুরু হবে বেলা সাড়ে ১২ টায়। ১২ টা ৪০ মিনিটে অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। সেখান থেকে প্রধানমন্ত্রী সেকেট কলেজের উদ্দেশ্যে রওনা দেবেন দুপুর ২ টা ০৫ মিনিটে। তাঁর হেলিকপ্টারটি সরযু নদীর তীরে মন্দির শহরে ৩ ঘন্টা কাটিয়ে দুপুর ২ টা ২০ মিনিট নাগাদ লক্ষ্মৌ-এর উদ্দেশ্যে রওনা দেবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button