দেশনিউজ

নতুন সংসদ ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

Advertisement
Advertisement

নয়াদিল্লি: নতুন সংসদ ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, বৃহস্পতিবার বেলা ১২ টা ৫৫ মিনিট নাগাদ নতুন সংসদ ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। সব ধরনের ধর্মীয় রীতি মেনেই ছ’জন পুরোহিতের মন্ত্রপাঠের মাধ্যমে শুরু হয় সংসদ ভবনের শিলান্যাসের কাজ। করোনা পরিস্থিতির মধ্যেই শিলান্যাসের কাজ হলেও সমস্ত বিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনেই কাজ করা হয়েছে বলে জানানো হয়েছে।

Advertisement
Advertisement

প্রায় ২০০ জন আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, ধর্মীয় নেতা, বিদেশের দূত-সহ শিল্পপতি রতন টাটাও। তবে শিলান্যাস হলেও এখনই শুরু হবে না নির্মাণ কাজ, এমন চাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট গত সপ্তাহেই নির্দেশ দিয়েছে, শিলান্যাস কিংবা খসড়া তৈরি করলেও এখনই নির্মাণ কাজ শুরু করা যাবে না। আর সেই মতই ধাপে ধাপে এগোচ্ছে কেন্দ্র।

Advertisement

Advertisement
Advertisement

সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের মধ্যেই গড়ে উঠছে নতুন এই সংসদ ভবন। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত একাধিক সরকারি ভবন তৈরি হবে এই প্রকল্পে। যার জন্য খরচ হবে প্রায় ২০ হাজার কোটি টাকা। নতুন এই চারতলা সংসদ ভবন তৈরি করতে খরচ হবে প্রায় ১ হাজার কোটি টাকা। ২০২২ সালে দেশের ৭৫-তম স্বাধীনতা দিবসের আগেই তৈরি হয়ে যাবে এই সংসদ ভবন। লোকসভায় ৮৮৮ সদস্যের বসার জায়গা থাকবে। যৌথ অধিবেশনে বসতে পারবেন ১ হাজার ২২৪ জন। রাজ্যসভায় বসতে পারবেন ৩৮৪ জন।

Advertisement

Related Articles

Back to top button