ক্রিকেটখেলা

পিঙ্ক বল টেস্ট ম্যাচে কোন ১১ জন প্লেয়ার খেলতে পারে, দেখুন ভারতের সম্ভাব্য একাদশ

Advertisement
Advertisement

ভারত বনাম ইংল্যান্ড দিন-রাত টেস্টের ঘণ্টা বেজে গিয়েছে। বুধবার অর্থাৎ ২৪ শে ফেব্রুয়ারী আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে অনুস্থিত হবে এই ম্যাচ। তবে শেষ অবধি জয়ের হাসি কে হাসবে তাঁর উত্তর দেবে সময়। ভারত বনাম ইংল্যান্ডের স্কোর বর্তমানে ১-১। মাঠে ব্যাট বলের দুর্ধর্ষ যুদ্ধ দেখার জন্য মুখিয়ে আছে ক্রিকেট প্রেমিরা। আগের টেস্টে ভারতের কাছে নাকানি চোবানি খেয়ে, এই ম্যাচে যেকোনো ভাবে কামব্যাক করতে চাইবে ইংল্যান্ড। তবে ভারতীয় দলও বিনা লড়াইয়ে এক টুকরো জমি ছাড়বে না।

Advertisement
Advertisement

ভারত হয়তো অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দলে রাখতে চাইবে। ফলে টিম ম্যানেজমেন্ট কে অতিরিক্ত স্পিনারের সাথে যেতে হবে। লক্ষণীয়, রোহিত শর্মা একটি সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেন চেন্নাই পিচের মত মোতেরা পিচের উইকেট নিতে স্পিনারাই সাহায্য করবে। অন্যদিকে ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে দলের হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্সের পর জ্যাক ক্রউলি এবং জনি বেয়ারস্টোকে প্রথম একাদশে নিয়ে আসতে চাইবে। তৃতীয় টেস্টে ইংল্যান্ডের পেস বিভাগও পরিবর্তন দেখা যাবে যেহেতু জোফ্রা আর্চার ইংল্যান্ডে ফিরে আসতে পারে। যাইহোক, এটা কৌতূহলজনক হবে যে ইংল্যান্ড উভয় অভিজ্ঞ পেসার জেমস এন্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড মোতেরাতে দিন-রাতের টেস্টে খেলবে কি না।

Advertisement

ভারতের সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজনকিয়া রাহানে, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, আর অশ্বিন, আক্সার প্যাটেল, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ।

Advertisement
Advertisement

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশঃ ডমিনিক সিবলি, রোরি বার্নস/জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস, ডমিনিক বেস, জোফ্রা আর্চার, জেমস এন্ডারসন, স্টুয়ার্ট ব্রড/জ্যাক লিচ।

Advertisement

Related Articles

Back to top button