খেলাক্রিকেট

Sanju Samson: ফেসবুকে প্রেম, এরপর বিয়ে, বলিউড অভিনেত্রীর চেয়ে লাবণ্যময় ভারতীয় এই ক্রিকেটারের স্ত্রী

সঞ্জু এবং চারু তিরুবনন্তপুরমের মার ইভানিওস কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন। দীর্ঘ ৫ বছর প্রেমের পর সাতপাকে বাঁধা পড়েন দুজন।

Advertisement
Advertisement

ভারতীয় ক্রিকেটার এবং বলিউড ইন্ডাস্ট্রি, সম্পর্ক যেন অতি নিবে। যুগের পরিবর্তনে একাধিক ভারতীয় ক্রিকেটার বলিউড অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এমনকি সাত পাকে বাঁধা পড়েছেন অগণিত ক্রিকেটার। তবে টিম ইন্ডিয়া এই ক্রিকেটারের প্রেম কাহিনী বলিউডের সাথে সম্পর্কিত না থাকলেও হার মানাবে যেকোনো সিনেমার গল্পকে। টিম ইন্ডিয়ার অনেক খেলোয়াড়ের প্রেমের গল্প কোনও ছবির গল্পের চেয়ে কম নয়। ২৭ বছর বয়সী ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের প্রেমের গল্প খুব কম মানুষই জানেন। চলুন জেনে নেওয়া যাক ভারতীয় এই ক্রিকেটারের না জানা প্রেমের কাহিনী।

Advertisement
Advertisement

ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে বিয়ের আগে তিনি প্রায় ৫ বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। তার স্ত্রী চারুলতা, ছিলেন তার কলেজের সহপাঠী। সঞ্জু এবং চারু তিরুবনন্তপুরমের মার ইভানিওস কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন। তবে কলেজে দুজনের পড়ার বিষয়বস্তু ছিল সম্পূর্ণ ভিন্ন। যেখানে সঞ্জু স্যামসান শুধুমাত্র বিএ করেছেন সেখানে তার স্ত্রী মার ইভানিওস কলেজ থেকে রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। দুজনের বিষয়বস্তু ভিন্ন হওয়ার কলেজে কখনো একে অপরের সাথে পরিচিতি ঘটেনি তাদের।

Advertisement

Advertisement
Advertisement

তবে কলেজে থাকাকালীন সঞ্জু স্যামসন ফেসবুকে চারুলতাকে একটি অনুরোধ পাঠিয়েছিলেন এবং সেখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল এবং ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হতে থাকে। সঞ্জু এবং চারুলতার সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে শুরু করে। এরপর দুই পরিবারের সম্মতিতে ৫ বছর সম্পর্কে থাকার পর, ২২ ডিসেম্বর ২০১৮ সালে তাদের বিয়ের সম্পন্ন হয়।

আপনাদের জানিয়ে রাখি, সঞ্জু স্যামসন খ্রিস্টান ধর্মাবলম্বী আর অন্যদিকে চারুলতা হিন্দু ঘরে জন্মেছিলেন। তবে তাদের দুজনের সম্পর্ক ভালোভাবে মেনে নিয়েছিল দুই পরিবার। জানলে অবাক হবেন, সঞ্জু স্যামসনের স্ত্রী সৌন্দর্যে কোন বলিউড অভিনেত্রীর চেয়ে কম নয়। বরং রূপে গুনে যেকোন বলিউড অভিনেত্রীকে পেছনে ফেলতে পারেন তিনি।

Advertisement

Related Articles

Back to top button