অফবিট

পেট্রোল-ডিজেলের দাম কেউ ছাড়িয়ে গেল দুধের দাম

Advertisement
Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : পাকিস্তানের দুধের দাম আকাশছোঁয়া মহরমে। এই দিন পাকিস্তানে দুধের দাম পেট্রোলের দামের থেকেও বেশি হয়। স্বাভাবিকভাবেই এই মহরমের দিন দুধ কেনা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে ওঠে। পাকিস্তানের স্থানীয় সংবাদপত্রে একটি তথ্য উঠে এসেছে, মহরমের দিন করাচি শহরে দুধের দাম প্রতি লিটারে প্রায় ১৪০ টাকা পর্যন্ত হয়ে যায়। তবে এই দিন কিন্তু পেট্রোল আর ডিজেলের দাম অনেক কমে যায়।এটা বেশ মজার ব্যাপার।

Advertisement
Advertisement

এইদিন করাচিতে ডিজেলের দাম ছিল প্রতি লিটারে ৯১ টাকা আর প্রতি লিটারে ১১৩ টাকা ছিল পেট্রোলের দাম। আশ্চর্যের বিষয় এই দিনে দুধ বিক্রি হয়েছিল ১৪০ টাকা লিটারে। এই দাম প্রতি জায়গায় এক না হলেও প্রায় ১২০ থেকে ১৪০ টাকা লিটারের কাছাকাছি ছিল।

Advertisement

এক সরকারী মুখপাত্রের কাছ থেকে জানা যাচ্ছে মহরমের দিন দুধের প্রচুর চাহিদার কারণেই এই দাম লাগামছাড়া হয়ে যায়। পাকিস্তানে মহরমের দিন তাজিয়া নিয়ে যাত্রার সময় দুধ, ফলের রস বিতরণ করা হয়।

Advertisement
Advertisement

এই কারণেই দুধের এত চাহিদা। আর চাহিদা বাড়লে দাম তো বাড়বেই, এটাই স্বাভাবিক। তবে এতে অন্য কারোর সমস্যা না হলেও সাধারণ মানুষদের সমস্যার মুখে পড়তে হয়।

Advertisement

Related Articles

Back to top button