Today Trending Newsনিউজরাজ্য

নির্বাচন প্রায় শেষের পথে, ফের অগ্নিমূল্য হবে পেট্রোল-ডিজেলের দাম

গত ২ মাস ধরে দাম স্থির থাকলেও এপ্রিল মাসের অন্তিমে এসে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে

Advertisement
Advertisement

পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্যে কিছুদিন আগে উত্তাল ছিল গোটা দেশ। কিছুদিন আগে বিভিন্ন রাজ্যে নির্বাচন শুরু হওয়ার সময় পেট্রোল-ডিজেলের দাম কিছুটা কমে গিয়েছিল। বাংলায় নির্বাচনের আগে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম বেশ কম হয়েছিল। তবে বাংলা নির্বাচনের শেষ দফা বাকি শুধুমাত্র। সাত দফার নির্বাচনের ভোটগ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এরই মধ্যে ফের দাম বাড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। গত ২ মাস ধরে দাম স্থির থাকলেও এপ্রিল মাসের অন্তিমে এসে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

Advertisement
Advertisement

আন্তর্জাতিক বাজারে পরীক্ষা করার পর এক বিশেষজ্ঞ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ঊর্ধ্বমুখী দাম পরিলক্ষিত হচ্ছে। এর ফলে খুচরা বিক্রেতারাও জ্বালানি তেলের দাম বাড়বে। এছাড়া ডলারের তুলনায় টাকার মান করে যাচ্ছে। তাই লিটার বিচ্ছু জ্বালানির দাম বাড়বে। জানা গিয়েছে গত একমাস আগে অপরিশোধিত তেল কেনার জন্য গড় বিনিময় হার ছিল ৭২.২৯ ডলার। এখন সেটি বেড়ে গিয়ে ৭৪.৭৭ ডলার হয়েছে। এছাড়া অপরিশোধিত তেলে ব্যারেল পিছু মূল্য ৫ ডলার করে বৃদ্ধি পেয়েছে।

Advertisement

জানা গিয়েছে, ভারত ৮০ শতাংশের বেশি অপরিশোধিত তেল আমদানি করে। এখন আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারি তেল বিপণন কোম্পানিগুলিকে বেশি ভর্তুকি দিয়ে তেল কিনতে হচ্ছে। আবার রাজনৈতিক কারণের জন্য এখন কেন্দ্র জ্বালানির দাম বাড়াতে পারছে না। তবে মনে করা হচ্ছে ২৯ এপ্রিলের পর নির্বাচন শেষ হলেই বাণিজ্যিকভাবে তেলের দাম বাড়তে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার পরই ২৭ ফেব্রুয়ারি পেট্রোল ও ডিজেলের দাম কমেছিল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button