দেশনিউজ

পেট্রোল এবং ডিজেলের দাম নিয়ে চলে এলো বড় আপডেট, জানুন এবার কত হবে পেট্রোল এবং ডিজেলের বাজার মূল্য?

মঙ্গলবার পেট্রোল এবং ডিজেলের দাম নিয়ে একটি বড় ঘোষণা করেছে ভারত সরকার

Advertisement
Advertisement

পেট্রোল-ডিজেলের দাম নিয়ে একটি বড় আপডেট এসেছে। পেট্রোল কি শীঘ্রই সস্তা হতে পারে? নতুন বছরে এ নিয়ে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। গত কয়েক মাস ধরে তেলের দামে কোনো পরিবর্তন দেখা না গেলেও নতুন বছরে দামে জোরালো বৃদ্ধি হতে পারে। ফলে আরো সমস্যা বৃদ্ধি হতে পারে ভারতের সাধারণ মানুষের। তার পাশাপাশি সমস্যায় পড়বেন যারা যানবাহনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন

Advertisement
Advertisement

২১০০ টাকা ট্যাক্স

Advertisement

সরকার একটি আদেশ জারি করে বলেছে যে, পেট্রোলিয়াম, অপরিশোধিত তেল এবং এভিয়েশন টারবাইন ফুয়েলের উপর উইন্ডফল ট্যাক্সে বড় ধরনের বৃদ্ধি করা হয়েছে। সরকারী আদেশ অনুসারে, এখন থেকে ১৭০০ টাকার পরিবর্তে এক টন অপরিশোধিত তেলের উপর ২১০০ টাকা উইন্ডফল ট্যাক্স ধার্য করা হবে। গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে এই আদেশ কার্যকর হয়েছে।

Advertisement
Advertisement

ডিজেলে কর বৃদ্ধির সম্ভাবনা

পাশাপাশি ডিজেলের রপ্তানিতে কর বাড়িয়েছে সরকার। ৫ টাকা থেকে বাড়িয়ে ৭.৫ টাকা করা হয়েছে এই কর। অন্যদিকে, এটিএফ সম্পর্কে কথা বললে, এর উইন্ডফল ট্যাক্সের খরচ ১.৫ টাকা থেকে বেড়ে ৪.৫ টাকা হয়েছে।

সব মিলিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই, অপরিশোধিত তেলের উপরে করের পরিমাণ বাড়বে অনেকটা। সেই কারণে একই সাথে পাইকারি বাজারে এই তেলের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাইকারি বাজারে তেলের দাম বাড়লেই এর প্রভাব পড়বে সরাসরি খুচরা বাজারের উপর। কথা বলতে গেলে আগামী কয়েক মাসের মধ্যে, পেট্রোল সস্তা হওয়া তো দুর অস্ত, বরং পেট্রোলের দাম বৃদ্ধি পাবে বলা যেতে পারে।

Advertisement

Related Articles

Back to top button