দেশনিউজ

Pension scheme for govt employees: সরকারি কর্মীদের পেনশন ব্যবস্থায় আরও বৃদ্ধি পাবে সুযোগ সুবিধা? গঠিত হলো একটি বিশেষ কমিটি

নতুন পেনশন ব্যবস্থায় যাতে সরকারি কর্মচারীরা বেশি সুবিধা পান সেই জন্য একটি নতুন কমিটি তৈরি করা হয়েছে

Advertisement
Advertisement

সরকারি কর্মচারীদের জন্য এবারে নতুন পেনশন ব্যবস্থা পর্যালোচনা করতে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কেন্দ্রীয় অর্থ সচিব টিভি সোমানাথানের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন পেনশন ব্যবস্থার যে কাঠামো রয়েছে তাতে কোন রকম পরিবর্তনের প্রয়োজন রয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখবে ওই কমিটি। এই কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করবে কেন্দ্র এবং তার ভিত্তিতে পরবর্তী পেনশন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

Advertisement
Advertisement

এমনিতেই নয়া পেনশন ব্যবস্থা তুলে দিয়ে একাধিক বিরোধী শাসিত রাজ্যে পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনা হয়েছে। মূলত যেগুলি বিরোধী শাসিত রাজ্য সেখানে পুরনো পেনশন ব্যবস্থা চলছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে রাজস্থান, ছত্রিশগড়, ঝাড়খন্ড, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ। একাধিক বিজেপি শাসিত রাজ্যের কর্মচারীরা এবারে পুরনো পেনশন ব্যবস্থা চালু করার দাবি তুলেছেন। কেন্দ্রীয় সরকারের উপরে চাপ বাড়লেও গত মাসে অর্থ মন্ত্রকের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনার কোন পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। আপাতত পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনার কোন প্রস্তাব বিবেচনা করে দেখা হচ্ছে না।

Advertisement

তবে নতুন পেনশন ব্যবস্থার আওতায় সরকারি কর্মচারীরা যাতে বাড়তি সুবিধা পান সেজন্য একটি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক। এই কমিটির কাজ কি হবে? অর্থ মন্ত্রক জানাচ্ছে, নতুন পেনশন ব্যবস্থার আওতায় থাকা সরকারি কর্মচারীরা যাতে পেনশন সংক্রান্ত আরো বেশি সুযোগ-সুবিধা পেয়ে যান, তার জন্যই এই কমিটি নিয়ে আসা হয়েছে। কোনরকম সংশোধন করতে হলে সেটা এই কমিটি ঠিক করবে। তবে ভোটের আগেই সরকারি কর্মচারীদের মন জয় করতে কোন রকম আকাশ কুসুম প্রস্তাব দেওয়া হবে না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। বরং রাজ কোষের হাল হকিকত বুঝে তারপরেই নিয়ম সংশোধনের প্রস্তাব দিতে পারে কমিটি। এই কমিটিতে কর্মীবর্গ দপ্তরের সচিবসহ অর্থ মন্ত্রকের বিভিন্ন দস্তরের শীর্ষ আমলারা রয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button