খেলাক্রিকেট

Pakistan: ‘সবকিছু আল্লাহর পরিকল্পনা’, সেমিতে উঠে মন্তব্য করলেন পাক বোর্ড কর্তা রমিজ রাজা

এদিকে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ এ প্রথম গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড।

Advertisement
Advertisement

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডের কাছে পরাজিত হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানোর লড়াইয়ে ভারতের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতায় নাম লিখিয়েছিল প্রোটিয়ারা। তবে নেদারল্যান্ডের মত দুর্বল প্রতিপক্ষের কাছে পরাজিত হওয়ার পর সেমিতে পৌঁছানোর লড়াইয়ে এক ধাপে বেশ কিছুটা এগিয়ে যায় বাবর আজমের পাকিস্তানের। আর শেষ ম্যাচে বাংলাদেশকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করতে কোন রকম সমস্যা হয়নি পাক্ বাহিনীর।

Advertisement
Advertisement

এদিকে অলৌকিকভাবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর পর বড় মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। বাংলাদেশকে পরাজিত করার সাথে সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইট একাউন্ট থেকে একটি টুইট করে পিসিবি। পাশাপাশি টুইট করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। যেখানে তিনি লেখেন, ‘ওঁরা পরিকল্পনা করেন এবং আল্লাহ পরিকল্পনা করেন। আল্লাহ সেরা পরিকল্পনা করে থাকেন।’ সরাসরি কাউকে উদ্দেশ্য করে কিছু না বললেও ইঙ্গিত যে কাদের দিকে ছিল তা বুঝতে অসুবিধা হয়নি কারো।

Advertisement

Advertisement
Advertisement

এদিকে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ এ প্রথম গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। পাশাপাশি দ্বিতীয় গ্রুপ থেকে ভারত এবং পাকিস্তান সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। সমসংখক পয়েন্ট অর্জন করলেও রান রেটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে আয়োজক দেশ অস্ট্রেলিয়া। তবে পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করতেই ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, ফাইনালে ফের মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

Advertisement

Related Articles

Back to top button