ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gpay, PhonePe-তে পেমেন্টের সময় এবারে অপেক্ষা করতে হবে ৪ ঘন্টা, জানুন সরকারের নতুন এই নিয়ম

UPI সার্ভিস ব্যবহার করতে হলে আপনাকে কিন্তু এবারে অপেক্ষা করতে হবে

Advertisement
Advertisement

আপনারা সকলেই আজকালকার দিনে ইউপিআই পেমেন্ট করতে বেশ স্বচ্ছন্দ। খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা জমা করা যায় এই ইউপিআই পেমেন্ট সিস্টেম ব্যবহার করে। এর মাধ্যমে আপনারা ক্যাশ ছাড়াও যে কোন মুহূর্তে টাকা লেনদেন করতে পারেন। ফোন পে, গুগল পের মতো বেশ কিছু এপ্লিকেশন রয়েছে যারা এই ধরনের ইউপিআই লেনদেনের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। তবে আপনাদের জানিয়ে রাখি, এতদিন ধরে আপনারা যেরকম ভাবে ইউপিআই এপ্লিকেশন ব্যবহার করে আসছিলেন, সেই ইন্টারফেস কিন্তু পরিবর্তন হতে চলেছে। যে হারে সারাদেশে ইউপিআই অপব্যবহার বাড়ছে, সেই কারণেই সরকার এবারে কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement
Advertisement

সরকারের তরফে এই লেনদেনের ক্ষেত্রে একটা নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। সরকার সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দুই ব্যক্তির মধ্যে প্রথমবার যদি ইউপিআই লেনদেন হয় তাহলে সেই টাইম ফ্রেম কিছুটা বৃদ্ধি পেতে চলেছে এবার থেকে। যারা নতুন লেনদেন করছেন তাদের জন্যই এই সময়সীমা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে সরকার। যারা আগে লেনদেন করেছিলেন তাদের ক্ষেত্রে এই অসুবিধা হবে না। জানা যাচ্ছে এবার থেকে যদি নতুন দুইজনকে ইউপিআই লেনদেন করতে হয় তাহলে এর টাইম ফ্রেম চার ঘণ্টার মতো হবে। অর্থাৎ প্রথমবারের জন্য যদি কোন ব্যক্তি কোন অন্য ব্যক্তি বা সংস্থা কে টাকা পাঠান, তাহলে সেক্ষেত্রে পেমেন্ট ক্রেডিট হতে চার ঘন্টা সময় লাগবে।

Advertisement

সরকার জানিয়েছে, যদি ২ হাজার টাকা বা তার বেশি টাকার লেনদেন হয় তাহলে কিন্তু এই ওয়েটিং টাইম রয়েছে। যদি তার কম টাকার লেনদেন হয় তাহলে এই সমস্যা হবে না। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা থেকেই যাচ্ছে। যত টাকা লেনদেনই হোক না কেন, আপনি যদি একটা পেমেন্ট করার জন্য চার ঘন্টা অপেক্ষা করেন তাহলে এভাবে কিন্তু আপনাকে অনেক জায়গাতে অপেক্ষা করতে হতে পারে। যদি সরকার এই নিয়ম চালু করে তাহলে কিন্তু ডিজিটাল জগতে বিরাট জটিলতা সৃষ্টি করবে এই নিয়মটি। একটি বেসরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া মিশনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না কোনভাবেই। উপরন্তু , শুধুমাত্র ইউপিআই নয়, অন্যান্য বেশ কিছু পেমেন্ট ইন্টারফেস যেমন ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS), রিয়্যাল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) এর ক্ষেত্রেও এই একই নিয়ম কার্যকর হতে পারে। সব মিলিয়ে বিষয়টা কিন্তু এখনো বেশ বিতর্কিত বলা চলে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button